শিরোনাম
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৭:২৩, ১৯ জুলাই ২০২৫
ছবি: সংগৃহীত, প্রতীকী
নিহত মীম একই এলাকার লিটন মুন্সির মেয়ে। পরিবারের সাথে রাজধানী ঢাকায় বসবাস করতো মীম।
স্থানীয়রা জানায়, শুক্রবার খালা প্রিয়া আক্তারের বিয়েতে যোগ দিতে পরিবারের সাথে ঢাকা থেকে মামা সাব্বির বেপারীর বাড়িতে আসেন মীম। শনিবার দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গেলে অসাবধানবশত তলিয়ে যায় সে। পরিবার ও স্থানীয় লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে ভাসমান অবস্থায় মীমকে উদ্ধার করে। পরে স্থানীয় ও স্বজনরা মাদারীপুর জেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় আফজাল জানান, আমি পুকুরের পাশ দিয়ে কাজ শেষ করে বাড়ি যাচ্ছিলাম। হঠাৎ পুকুরের দিকে তাকিয়ে দেখি লাশ ভাসতেছে। আমি চিৎকার করলে আরো লোকজন ছুটে এসে তাদের পরিবারকে খবর দেয়। পরে পরিবার ও স্থানীয় লোকজনেরা তাকে হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সায়মুন চৌধুরী জানান, হাসপাতালে নিয়ে আসার অনেক আগেই মেয়েটির মৃত্যু হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আদিল হোসেন জানান, পানিতে ডুবে শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতের লাশ হাসপাতাল থেকে স্বজনরা নিয়ে গেছেন।
ঢাকা এক্সপ্রেস/ইউকে