শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশ: ১৭:৩৫, ১৯ জুলাই ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
শনিবার দুপুরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড রেস্ট হাউজের পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির ১০তম সভা শেষে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, ভূমি জরিপ ও চুক্তির অবাস্তাবায়িত ধারা নিয়ে অত্যন্ত ফলপ্রসু আলোচনা হয়েছে। সামনের সময়গুলোতেও আমরা আন্তরিকতার সাথে কাজ করে যাবো। এই বিষয়ে খুব দ্রুতই পরবর্তী সভা অনুষ্ঠিত হবে।
ঢাকায় জতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যালয় খোলার বিষয় নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে আজকের বিষয় ছাড়া অন্য কোনও বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি পার্বত্য উপদেষ্টা।
সভায় সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক ও পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এতে উপস্থিত ছিলেন চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির সদস্য ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা), কমিটির অন্যতম সদস্য ও ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তররীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুনর্বাসন সম্পর্কিত টাস্কফোর্সের চেয়ারম্যান সুদত্ত চাকমা।
এ সময় আরো উপস্থিত ছিলেন পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, আঞ্চলিক পরিষদের সদস্য গৌতম চাকমা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপ সচিব শামসুল হক ও মঙ্গল চন্দ্র পাল।
সভায় বিগত সভার কার্যবিবরণী নিয়ে আলোচনা, বিগত সভার সিদ্ধান্তসমূহরে বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন ও আলোচনা এবং পার্বত্য অঞ্চলের সার্বিক পরিস্থিতি সম্পর্কে নিয়ে আলোচনা হয় বলে জানা যায়।
এই কমিটির সর্বশেষ সভা ঢাকায় গত ২০২৪ সালের ৩০ এপ্রিল ৯ম সভা অনুষ্ঠিত হয়েছিলো।
ঢাকা এক্সপ্রেস/ইউকে