শিরোনাম
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১৭:৪৬, ১৯ জুলাই ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
শনিবার (১৯ জুলাই) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আন্তর্জাতিক ইভেন্ট ‘TEDxComilla University’- এ অংশগ্রহণ শেষে কুমিল্লা বার্ডের ময়নামতি অডিটোরিয়ামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম বলেন, নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে যা যা প্রয়োজন, তা করা হবে। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা হবে, যেন কোনো প্রার্থী বলতে না পারেন যে তার প্রতি অবিচার করা হয়েছে। প্রত্যেকের জন্য সমান সুযোগ থাকবে।
তিনি আরো বলেন, নির্বাচন পিছিয়ে যাওয়ার কোনো আশঙ্কা নেই। সময়মতোই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেটি হবে খুব ভালোভাবে।
পিআর পদ্ধতি নিয়ে তিনি বলেন, জাতীয় ঐক্যমত কমিশনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইতিবাচক আলোচনা চলছে। কেউ আলোচনা থেকে সরে দাঁড়ায়নি। এটাই প্রমাণ করে, সবাই নির্বাচনকে ঘিরে আন্তরিক। ইতোমধ্যে আটটি বিষয়ে ঐক্যমত হয়েছে, সাতটি বিষয়ে আলোচনা চলছে, মাত্র তিনটি বিষয়ে আলোচনা বাকি। আশা করছি শিগগিরই একটি কংক্রিট রেজাল্ট পাওয়া যাবে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বৃষ্টির মৌসুম শেষ হলেই দেশের আনাচে-কানাচে বইবে নির্বাচনের হাওয়া। এবার দেশের তরুণ ভোটাররা নির্বাচনের ব্যাপারে আগ্রহ দেখাবেন বলেই আমরা বিশ্বাস করি।
এ সময় গোপালগঞ্জকে ভাগ করে দেওয়ার গুঞ্জন নিয়ে তিনি বলেন, গোপালগঞ্জ বাংলাদেশেরই অংশ। এখানকার জনগণের সঙ্গে কোনো বৈষম্য করা হবে না।
‘দ্য নেক্সট ওয়েভ’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত TEDxComilla University আয়োজনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী, এসট্রো ফটোগ্রাফার জুবায়ের কাওলিন, চরকির সিইও রেদওয়ান রনি, লেখক ডেলএইচ খান, গায়ক আসিফ আকবর ও সংবাদ উপস্থাপক ফারাবি হাফিজ।
ঢাকা এক্সপ্রেস/ইউকে