ঢাকা, রোববার, ২০ জুলাই ২০২৫

৪ শ্রাবণ ১৪৩২, ২৩ মুহররম ১৪৪৭

শিরোনাম

Scroll
জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
Scroll
বক্তব্যের সময়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন জামায়াত আমির
Scroll
আমার কিছু হলে সেনাপ্রধান আসিম মুনির দায়ী থাকবেন: ইমরান খান
Scroll
ভারত-পাকিস্তান সংঘাতে ৫টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প
Scroll
নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই : প্রেস সচিব
Scroll
দিল্লি নয়, পিন্ডি নয়, এই দেশ আমার বাংলাদেশ: দুলু
Scroll
দ্রুত নির্বাচনের আয়োজন করুন, সরকারকে ফখরুল
Scroll
গোপালগঞ্জে নিহতদের মরদেহ প্রয়োজনে কবর থেকে তুলে ময়নাতদন্ত হবে: শাহজালালের থার্ড টার্মিনাল পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা
Scroll
দেশকে উন্নতির পথে এগিয়ে নিতে শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের গুরুত্ব অপরিসীম: সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান
Scroll
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ আজ
Scroll
গোপালগঞ্জে ১৪ ঘণ্টা কারফিউ শিথিল করেছে জেলা প্রশাসন
Scroll
গোপালগঞ্জে তিন মামলায় আসামি ২৬০০, গ্রেপ্তার ১৬৭ জন
Scroll
জামায়াতে ইসলামীর সমাবেশে আসার পথে খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই
Scroll
চারদিন সংঘাতের পর যুদ্ধবিরতিতে সম্মত হলো সিরিয়া ও ইসরায়েল

ভাঙ্গন ঠেকাতে জরুরী জিও ব্যাগ ফেলার দাবি গ্রামবাসীর

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৮:২৯, ১৯ জুলাই ২০২৫ | আপডেট: ১৮:৩০, ১৯ জুলাই ২০২৫

ভাঙ্গন ঠেকাতে জরুরী জিও ব্যাগ ফেলার দাবি গ্রামবাসীর

ছবি: সংগৃহীত, প্রতীকী

মানিকগঞ্জে নদী ভাঙ্গনের কবল থেকে বাড়িঘর বাঁচাতে জরুরী ভিত্তিতে জিও (জিওটেক্সটাইল) ব্যাগ ফেলার দাবিতে গণ সমাবেশ করেছে ভুক্তভোগী বাসিন্দারা। 

শনিবার (১৯ জুলাই) বেলা ১১টায় জেলার হরিরামপুর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের মালুচী গ্রামের দুই শতাধিক ভুক্তভোগী পরিবার এই গণসমাবেশে অংশগ্রহণ করেন।

ভুক্তভোগী বাসিন্দারা জানান, মালচি গ্রামের ২ নম্বর ওয়ার্ডে দুই শতাধিক পরিবারের বসবাস। চলমান নদী ভাঙ্গনে পাড় ভাঙতে-ভাঙতে ৩০ মিটার বসতির ভিতরে ঢুকে পড়েছে। এখনই জরুরী ভিত্তিতে জিও ব্যাগ ফেলা না হলে বাকি পরিবারগুলোও ভাঙ্গনের শিকার হবে। 

গণ সমাবেশে লাঠি ভর দিয়ে এসেছেন শতবর্ষ ছুঁইছুঁই এক নারী নেছা বেগম (৯০)। স্বামী মৃত ইসাক আলী প্রামানিক। একমাত্র মেয়ে আগেই মারা গেছেন। এখন তিনি দিন পার করেন মেয়ের ঘরের একমাত্র নাতি লালচানের (৩৫) সাথে। লালচান পেশায় কৃষিকাজ করেন। তাদের ১১ শতাংশ ভিটেবাড়ি, যার মাত্র ১০ মিটার দূরেই বয়ে চলেছে খরস্রোতা পদ্মা। ভয়াল থাবায় যেকোনো সময় ভেঙ্গে পড়ে যাবে শেষ অবলম্বন বাড়িটুকু। কান্না জড়িত কন্ঠে তিনি বলেন 'আমি যতদিন বেঁচে আছি, স্বামীর মাটিতে জানি থাইকা যাইতে পারি।'

স্বামী সন্তানহারা হাফিজা বেগম (৬০) বলেন, এই পদ্মায় তিনবার বাড়ি বিলীন হয়ে গেছে আমার। অন্যের জমির উপরে পুরান টিন আর ছনের বেড়া দিয়ে ঘর করে থাকতেছি। আর হাত পনের ভাংলেই আমার ঘরে আইসা ঠেকবো। এইটুকু যদি ভেঙ্গে যায় নতুন ঘর করার আর সামর্থ্য নাই আমার। রাতের বেলা যখন ঘরে একা থাকি নদীর গর্জনে দুই চোখ বাইয়া পানি পড়ে।

'স্বামী মরার পর দুই ছেলে বিয়ে করে বউ নিয়ে আমায় ছেড়ে চলে গেছে। কেউ কোন খোঁজ খবর নেয় না। কয়েকটা ছাগল পালি, এই দিয়েই চলি।'

সমাবেশে কাঞ্চনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম খান, সাধারণ সম্পাদক মো. আজহারউদ্দিন, ২ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার ইদ্রিস আলী, সুইজারল্যান্ড প্রবাসী আব্দুর রহমান বক্তব্য রাখেন। 

বক্তব্যে ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম খান বলেন, এই অঞ্চলের মানুষগুলো খুবই নিরীহ। কৃষিকাজই আমাদের জীবিকার উৎস। আমরা অনেক বছর ধরেই ভাঙ্গনের শিকার হচ্ছি। পানি উন্নয়ন বোর্ড এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা বিষয়গুলো জানিয়েছি, তারা দেখে গেছে। তারা যদি দ্রুত সময়ের ভেতর জরুরী ভিত্তিতে জিও ব্যাগ ফেলতো তাহলে ভাঙ্গন থেকে আমরা বাঁচতে পারতাম।

এ বিষয়ে মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আক্তারুজ্জামান বলেন, মালুচী এলাকাতে জরুরী কিছু কাজের জন্য আমরা দপ্তরে জানিয়েছি। আশা করছি দ্রুতই জরুরী ভিত্তিতে কিছু কাজ সেখানে করতে পারব।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন