শিরোনাম
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: ১৮:৫৫, ১৯ জুলাই ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
শুক্রবার (১৮ জুলাই) রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, অভিযান পরিচালনাকালে নাশকতা ছাড়াও মাদক ব্যবসায় জড়িত অভিযোগে মোবারক মিয়া ও নিরব মিয়া নামের দুই যুবককেও গ্রেপ্তার করা হয়।
বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান বলেন, বারহাট্টায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যেই বিশেষ অভিযান চালানো হচ্ছে। গ্রেপ্তার মোবারক ও নিরবের কাছে ৭ পিস করে ইয়াবা পাওয়া যায়। বাকি তিন জনকে দলীয় তিন মামলায় অজ্ঞাত আসামী হিসেবে গ্রেফতার করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত এ অভিযান চলবে বলেও জানিয়েছেন তিনি।
স্থানীয়দের অনেকেই বলেন, বারহাট্টায় নাশকতার মামলায় অভিযুক্ত জ্ঞাতদের অনুপাতে অজ্ঞাতরা বেশী ধরা পড়ছে। এজাহারে যাদের নাম রয়েছে তাদের দিকে পুলিশের মনোযোগ বাড়ানো দরকার বলেও জানান তারা।
ঢাকা এক্সপ্রেস/ইউকে