ঢাকা, রোববার, ২০ জুলাই ২০২৫

৪ শ্রাবণ ১৪৩২, ২৩ মুহররম ১৪৪৭

শিরোনাম

Scroll
জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
Scroll
বক্তব্যের সময়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন জামায়াত আমির
Scroll
আমার কিছু হলে সেনাপ্রধান আসিম মুনির দায়ী থাকবেন: ইমরান খান
Scroll
ভারত-পাকিস্তান সংঘাতে ৫টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প
Scroll
নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই : প্রেস সচিব
Scroll
দিল্লি নয়, পিন্ডি নয়, এই দেশ আমার বাংলাদেশ: দুলু
Scroll
দ্রুত নির্বাচনের আয়োজন করুন, সরকারকে ফখরুল
Scroll
গোপালগঞ্জে নিহতদের মরদেহ প্রয়োজনে কবর থেকে তুলে ময়নাতদন্ত হবে: শাহজালালের থার্ড টার্মিনাল পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা
Scroll
দেশকে উন্নতির পথে এগিয়ে নিতে শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের গুরুত্ব অপরিসীম: সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান
Scroll
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ আজ
Scroll
গোপালগঞ্জে ১৪ ঘণ্টা কারফিউ শিথিল করেছে জেলা প্রশাসন
Scroll
গোপালগঞ্জে তিন মামলায় আসামি ২৬০০, গ্রেপ্তার ১৬৭ জন
Scroll
জামায়াতে ইসলামীর সমাবেশে আসার পথে খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই
Scroll
চারদিন সংঘাতের পর যুদ্ধবিরতিতে সম্মত হলো সিরিয়া ও ইসরায়েল

গবেষণা ও পেশাগত অনুশীলনে নবদিগন্ত উন্মোচনের আহ্বান

যবিপ্রবিতে প্রথম জাতীয় ফার্মা কনফারেন্স অনুষ্ঠিত

যশোর প্রতিনিধি

প্রকাশ: ১৯:০৮, ১৯ জুলাই ২০২৫

যবিপ্রবিতে প্রথম জাতীয় ফার্মা কনফারেন্স অনুষ্ঠিত

ছবি: ঢাকা এক্সপ্রেস

বাংলাদেশে ফার্মাসিউটিক্যাল গবেষণা ও পেশাগত অনুশীলনের মানোন্নয়ন এবং নতুন প্রযুক্তি ও উদ্ভাবনের সুযোগ তুলে ধরতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অনুষ্ঠিত হলো প্রথম “ন্যাশনাল ফার্মা কনফারেন্স অন ব্রিজিং রিসার্চ অ্যান্ড প্র্যাক্টিস”।

 শনিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্যালারিতে ফার্মেসি বিভাগের উদ্যোগে আয়োজিত কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। তিনি বলেন, ‘ফার্মাসিস্টদের ভূমিকা শুধুমাত্র ওষুধ উৎপাদনেই সীমাবদ্ধ নয়; বরং একজন রোগী সুস্থ হওয়া পর্যন্ত তার যত্নে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই পেশাজীবীদের সক্রিয়ভাবে সম্পৃক্ত করা জরুরি।’

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, ‘এ ধরনের কনফারেন্সে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে এবং গবেষণার মাধ্যমে তারা দেশের ফার্মাসিউটিক্যাল খাতকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে পারবে।’

কনফারেন্সে প্রধান বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুর রশীদ ও অধ্যাপক ড. মো. সেলিম রেজা। অতিথি বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাবির অধ্যাপক ড. মো. ইলিয়াস আল মামুন, অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম. গোলাম সিদ্দিক। বক্তারা তাদের গবেষণালব্ধ তথ্য ও উদ্ভাবনী প্রযুক্তি স্লাইডের মাধ্যমে উপস্থাপন করেন।

কনফারেন্সের দ্বিতীয় পর্বে বেলা ১২টায় ওরাল প্রেজেন্টেশন এবং দুপুর ২টায় পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়। বিকাল ৪টা ৩০ মিনিটে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণীর মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম। সভাপতিত্ব করেন কনফারেন্স আহ্বায়ক ও ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ড. মোছা. ফারজানা সুলতানা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিভাগের শিক্ষার্থী মেহেরাব হোসাইন অপি, বিউটি রানী দে ও রাফিয়া তানজিম আফরিন।

সম্মেলনে যবিপ্রবিসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষক-শিক্ষার্থী, গবেষক ও পেশাজীবীরা অংশগ্রহণ করেন।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন