শিরোনাম
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১৯:৩৪, ১৯ জুলাই ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
রেলওয়ে কুমিল্লার ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) লিয়াকত আলী মজুমদার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রেনটির ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। ইতোমধ্যে লাকসাম জংশন থেকে একটি বিকল্প ইঞ্জিন পাঠানো হয়েছে। উদ্ধার কার্যক্রম শেষে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করবে বলে জানান তিনি।
তাৎক্ষণিকভাবে দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দুর্ঘটনার কারণে রেল যোগাযোগ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত উদ্ধার কাজ শেষ করে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
ঢাকা এক্সপ্রেস/ইউকে