শিরোনাম
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ২০:২৫, ১৯ জুলাই ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
আয়োজিত মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় কুমিল্লা আলেখারচর বিশ্বরোডে নির্মাণাধীন ‘জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ’ প্রাঙ্গণে।
এদিন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শহীদ হামিদুর রহমান সাদমান ও শহীদ মাসুম মিয়ার স্মরণে যথাক্রমে সোনালু ও পলাশ গাছের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী, সামাজিক বন বিভাগের কর্মকর্তা জি এম মোহাম্মদ কবির, এনসিপির জাহিদুর রহমান অনিক, শহীদ হামিদুর রহমান সাদমানের মা কাজী শারমিন আক্তার এবং শহীদ মাসুম মিয়ার বাবা মো. শাহীন মিয়া।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুমিল্লা নজরুল ইনস্টিটিউটের পরিচালক আল আমিন।
আয়োজকরা জানান, শহীদদের স্মৃতিকে ধারণ করে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে এই বৃক্ষরোপণ কার্যক্রম একটি প্রতীকী শ্রদ্ধা ও পরিবেশ রক্ষার উদ্যোগ।
ঢাকা এক্সপ্রেস/ইউকে