শিরোনাম
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ২০:৫০, ১৯ জুলাই ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
নিহত ঝরনা বেগম (৪৮) দেবীদ্বার পৌর এলাকার সাইলচর গ্রামের ইলেকট্রিক মিস্ত্রি আব্দুল করিমের স্ত্রী। হত্যাকাণ্ড ঘটে গত মঙ্গলবার দিবাগত রাতে নিজ বাড়িতে।
হত্যার পর সৌদি প্রবাসী ছেলে শরিফ (২৮) দেশে ফিরে শুক্রবার দেবীদ্বার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে পুলিশ শনিবার সকালে নিহতের স্বামী আব্দুল করিম (৫২) ও তার দীর্ঘদিনের প্রেমিক দেলোয়ার হোসেন (৪৮) কে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে।
জিজ্ঞাসাবাদে দেলোয়ার হোসেন স্বীকার করেন, নিহত ঝরনা বেগমের সঙ্গে তার ১০ বছরের প্রেমের সম্পর্ক ছিল এবং তাদের মধ্যে আর্থিক লেনদেনও হতো। সম্প্রতি টাকার বিষয় নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। অন্যদিকে, স্বামী আব্দুল করিম এই পরকীয়ার সম্পর্ক মেনে নিতে পারছিলেন না এবং গত ৫-৬ বছর ধরে স্ত্রী থেকে আলাদা ঘুমাতেন।
ঘটনার রাতে ঝরনা বেগম ঘুমের ওষুধ এলাট্রল ট্যাবলেট সেবন করেছিলেন। তবে স্বামী করিম তার দেওয়া ঘুমের ওষুধ খাননি বলে দাবি করেছেন।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, দুজনের কথাবার্তায় অসংলগ্নতা ও পরস্পরবিরোধী বক্তব্যের কারণে তাদের গ্রেপ্তার করা হয়েছে। যদিও তারা কেউই খুনের দায় স্বীকার করেননি, তবে তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমরা ৭ দিনের রিমান্ড আবেদন করেছি।
স্থানীয়রা মনে করছেন, দীর্ঘদিনের পরকীয়া সম্পর্কের টানাপোড়েন কিংবা তা নিয়ে স্বামীর ক্ষোভই হয়তো এই নির্মম হত্যার পেছনে কারণ হয়ে দাঁড়িয়েছে। পুলিশ বলছে, হত্যার মূল রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
ঢাকা এক্সপ্রেস/ইউকে