ঢাকা, বুধবার, ২৩ জুলাই ২০২৫

৭ শ্রাবণ ১৪৩২, ২৬ মুহররম ১৪৪৭

মাইলস্টোন ট্রাজেডির আহতদের জন্য ঝিনাইদহে স্বেচ্ছায় রক্তদান 

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৪:১১, ২২ জুলাই ২০২৫

মাইলস্টোন ট্রাজেডির আহতদের জন্য ঝিনাইদহে স্বেচ্ছায় রক্তদান 

ছবি: ঢাকা এক্সপ্রেস

ঢাকায় বিমান বিধ্বস্ত হয়ে আহত ও দগ্ধ শিক্ষার্থীদের চিকিৎসার জন্য ঝিনাইদহে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের পায়রা চত্বরে ডক্টর এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। এতে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ব্লাড গ্রুপিং করে স্বেচ্ছায় রক্ত প্রদান করেন।

সেসময় কেন্দ্রীয় কমিটির ড্যাবের সাবেক সদস্য ডাঃ ইব্রাহীম রহমান বাবু, ডাঃ মোস্তাফিজুর রহমান, জেলা কৃষকদলের যুগ্ম-আহ্বায়ক খুরশিদ আলম নাসিমসহ বিভিন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  

আয়োজকরা জানায়, স্বেচ্ছায় রক্ত দেওয়া ব্যক্তিদের ব্লাড গ্রুপিং শেষ করে পার্শবর্তী ক্লিনিক থেকে তাদের রক্ত সংগ্রহ করে ঢাকায় পৌঁছে দেওয়া হবে।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন