শিরোনাম
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৭:৫৩, ২২ জুলাই ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে মঙ্গলবার ( ২২ জুলাই) সকাল ১১টায় হোসেনপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুন নাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা শিক্ষা অফিসার মো. আবুল কাশেম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আবুল কালাম আজাদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার রওনক জাহান প্রমুখ।
জানা যায় ২০২২-২০২৩ সালের এসএসসি ও এইচএসসির ৪০ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে মানসম্মত শিক্ষা কার্যক্রমে পারফরমেন্সভিত্তিক পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত ও গীতা পাঠ করা হয়। পরে মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষক শিক্ষার্থীদের আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন শেষে মোনাজাত পরিবেশন করা হয়।
এ সময় বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে এ ধরনের উদ্যোগ শিক্ষকদের উৎসাহ ও শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সাংবাদিক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ঢাকা এক্সপ্রেস/ইউকে