ঢাকা, রোববার, ২২ জুন ২০২৫

৮ আষাঢ় ১৪৩২, ২৫ জ্বিলহজ্জ ১৪৪৬

ছাত্র হত্যা মামলায় দুই নারীসহ তিনজনের মৃত্যুদণ্ড

কিশোরগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ২০:৫৭, ২০ মে ২০২৫ | আপডেট: ২১:৪০, ২০ মে ২০২৫

ছাত্র হত্যা মামলায় দুই নারীসহ তিনজনের মৃত্যুদণ্ড

ছবি: সংগৃহীত 

কিশোরগঞ্জের ভৈরবে কলেজ ছাত্র হত্যা মামলায় দুই নারীসহ তিনজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। এ ছাড়া, প্রত্যেক আসামীকে ১০ হাজার টাকা অর্থ দন্ডে দন্ডিত করা হয়। 

মঙ্গলবার (২০ মে) দুপুর ১২ টার দিকে ৩য় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ বিচারক ফাতেমা জাহান স্বর্ণা এ আদেশ দেন। রায় ঘোষণার সময় মৃত্যুদন্ডের সাজাপ্রাপ্ত তিন আসামির মধ্যে দুইজন পলাতক ছিলেন। 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার দৌলতদিয়া গ্রামের মো: কাইয়ুম সরকারের স্ত্রী মোছা: সেলিনা বেগম ওরফে শিউলী (২৫), একই জেলার আশুগঞ্জ উপজেলার সোনারামপুর গ্রামের আব্দুল খালেকের মেয়ে শোভা প্রকাশ মেঘলা (২০) এবং কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ভৈরবপুর উত্তরপাড়ার মৃত সাহিল উদ্দিনের ছেলে মো: সুমন (২২) । এদের মধ্যে শোভা প্রকাশ মেঘলা ও সুমন পলাতক রয়েছেন। 

মামলা সূত্রে জানা যায়, কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার তারাকান্দি মধ্যপাড়ার মো: সামছুদ্দিন মিয়ার ছেলে মোহাম্মদ আলী (২২)। ২০০৮ সালে  মোহাম্মদ আলী ভৈরব হাজী হাসমত কলেজে বি.এস.সি প্রথম বর্ষের ছাত্র ছিলো। ২০০৮ সালের ৬ জানুয়ারি রাত ৯ টার মোহাম্মদ আলী ও তার বন্ধু মুরাদকে ভৈরব হাজী হাসমত কলেজ গেইটের ভেতরে প্রবেশ করার সাথে সাথে অজ্ঞাননামা দুষ্কৃতিকারীরা দুইজনকে এলোপাথাড়িভাবে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। 

এ সময় কলেজে প্রবেশ করতে আসা অন্য ছাত্ররা তাদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ আলীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মুরাদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। 

এ ঘটনায় নিহত মোহাম্মদ আলীর বাবা সামছুদ্দিন মিয়া ২০০৮ সালের ৭ জানুয়ারি ভৈরব থানায় মামলা দায়ের করেন। 

এ মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন, অ্যাডভোকেট মিজানুর রহমান এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন এপিপি শফিউল জামান ভূঁইয়া। 

ঢাকা এক্সপ্রেস/এনএ 

আরও পড়ুন