ঢাকা, রোববার, ২২ জুন ২০২৫

৮ আষাঢ় ১৪৩২, ২৫ জ্বিলহজ্জ ১৪৪৬

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ২২:৪৬, ২০ মে ২০২৫

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নীলফামারী নিহত শিশুর বাড়ি। ছবি: ঢাকা এক্সপ্রেস

নীলফামারীর সদর উপজেলার চাপড়া সরমজানি ইউনিয়নের যাদুরহাট (বাড়াইপাড়া) গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ মে) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- নিআইজ (৮) ও রিফাত (৯)। নিহত নিআইজ বাড়াইপাড়ার লোকমান হোসেনের ছেলে এবং রিফাত আব্দুর রহমানের ছেলে। তারা একে অপরের চাচাতো ভাই। দুই শিশুর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নিআইজ ও রিফাত বাড়ির পাশের বুড়িখোড়া নদীর পাড়ে ক্যানেলের ধারে খেলছিলেন। খেলার একপর্যায়ে তারা পানিতে পড়ে যায় এবং আর উঠে আসেনি। অনেক সময় পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়দের সহায়তায় ক্যানেলে তল্লাশি চালিয়ে শিশু দুইটির মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে চাপড়া সরমজানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম শাহ ফকির বলেছেন, এটি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক ঘটনা। আমরা পরিবার দু’টির পাশে আছি এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করছি।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমআর সাঈদ বলেছেন, ঘটনাটি খুবই হৃদয়বিদারক। একই পরিবারের দুই শিশু প্রাণ হারিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিস্তারিত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা এক্সপ্রেস/ এসইউ

আরও পড়ুন