ঢাকা, শনিবার, ১৯ জুলাই ২০২৫

৪ শ্রাবণ ১৪৩২, ২৩ মুহররম ১৪৪৭

শিরোনাম

Scroll
জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
Scroll
বক্তব্যের সময়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন জামায়াত আমির
Scroll
আমার কিছু হলে সেনাপ্রধান আসিম মুনির দায়ী থাকবেন: ইমরান খান
Scroll
ভারত-পাকিস্তান সংঘাতে ৫টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প
Scroll
নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই : প্রেস সচিব
Scroll
দিল্লি নয়, পিন্ডি নয়, এই দেশ আমার বাংলাদেশ: দুলু
Scroll
দ্রুত নির্বাচনের আয়োজন করুন, সরকারকে ফখরুল
Scroll
গোপালগঞ্জে নিহতদের মরদেহ প্রয়োজনে কবর থেকে তুলে ময়নাতদন্ত হবে: শাহজালালের থার্ড টার্মিনাল পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা
Scroll
দেশকে উন্নতির পথে এগিয়ে নিতে শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের গুরুত্ব অপরিসীম: সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান
Scroll
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ আজ
Scroll
গোপালগঞ্জে ১৪ ঘণ্টা কারফিউ শিথিল করেছে জেলা প্রশাসন
Scroll
গোপালগঞ্জে তিন মামলায় আসামি ২৬০০, গ্রেপ্তার ১৬৭ জন
Scroll
জামায়াতে ইসলামীর সমাবেশে আসার পথে খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই
Scroll
চারদিন সংঘাতের পর যুদ্ধবিরতিতে সম্মত হলো সিরিয়া ও ইসরায়েল

শ্যামলীতে ছিনতাই: সেই চাপাতি-বাইকসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩:০৮, ১৭ জুলাই ২০২৫

শ্যামলীতে ছিনতাই: সেই চাপাতি-বাইকসহ গ্রেপ্তার ৩

ছবি: সংগৃহীত

রাজধানীর শ্যামলীতে চাপাতির ভয় দেখিয়ে শিমিয়ন ত্রিপুরা (৩০) নামে এক যুবকের সর্বস্ব ছিনিয়ে নেওয়ার ঘটনায় আরো দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও চাপাতি জব্দ করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- আল আমিন ও আসলাম। এ নিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হলো। এর আগে কবির নামের আরেকজনকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (১৭ জুলাই) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, শামলীতে এক যুবককে চাপাতি দিয়ে ছিনতাইয়ের ভাইরাল ঘটনায় আরো দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে ডিবি মোট তিনজকে গ্রেপ্তার করলো।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, গত শুক্রবার ভোর ৬টার দিকে শ্যামলী ২ নম্বর রোডে অবস্থিত কাজী অফিসের দিক থেকে ছাতা হাতে এক ব্যক্তিকে হেঁটে যেতে দেখা যায়। এসময় তার পেছন দিক থেকে একটি মোটরসাইকেলে আসতে দেখা যায় তিনজনকে। ভুক্তভোগীর কাছে এসে মোটরসাইকেলের পেছনের ব্যক্তি নেমে পড়েন।

বাকি দুজন মোটরসাইকেলটি ইউটার্ন নিয়ে ভুক্তভোগীর সামনে এসে অবস্থান নেন। এসময় চালকের পিছে থাকা অন্য ছিনতাইকারীও নেমে পড়েন। অভিযুক্ত তিন ছিনতাইকারীর মধ্যে দুজনকে হেলমেট পরিহিত অবস্থায় এবং একজনকে খালি গায়ে দেখা গেছে।

পরে দুই ছিনতাইকারী ভুক্তভোগীর কাছে থাকা টাকাসহ সবকিছু ছিনিয়ে নেন। এসময় তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে ভুক্তভোগীকে ভয় দেখানো হয় এবং তার জামা ও জুতা খুলে নিতেও দেখা গেছে। ছিনতাই শেষে মোটরসাইকেলে চেপে তিন ছিনতাইকারীকে আবারো কাজী অফিসের দিকে পালিয়ে যান।

এ ছিনতাইয়ের ঘটনায় করা মামলায় ভুক্তভোগী শিমিয়ন ত্রিপুরা উল্লেখ করেছেন, তিনি ধামরাইয়ে এক বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, থাকেন শ্যামলীতে। ওইদিন সকাল ছয়টায় সাভারের উদ্দেশে তিনি শ্যামলীর বাসা থেকে রওনা হন। তিনি যখন শ্যামলীর মেরি গোল্ড ইন্টারন্যাশনাল স্কুলের পূর্ব পাশে আসেন, তখন পেছন থেকে একটি মোটরসাইকেল এসে থামে। মোটরসাইকেল থেকে নেমে আসা তিনজন চাপাতির ভয় দেখিয়ে তার কাছ থেকে মোবাইল ফোন, মানিব্যাগ ও ক্রেডিট কার্ড ছিনিয়ে নেয়।

ঢাকা এক্সপ্রেস/আরইউ

আরও পড়ুন