ঢাকা, বুধবার, ১৪ মে ২০২৫

৩০ বৈশাখ ১৪৩২, ১৬ জ্বিলকদ ১৪৪৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি,প্রোভিসি ও কোষাধ্যক্ষকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২:৩৯, ১৩ মে ২০২৫ | আপডেট: ২২:৪৪, ১৩ মে ২০২৫

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি,প্রোভিসি ও কোষাধ্যক্ষকে অব্যাহতি

ছবি: সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ মে) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব এ এস এম কাশেম স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এসব তথ্য জানা যায়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত ২৯ দিন ধরে উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষকে অপসারণ করার জন্য আন্দোলন করে আসছিলো।

তাদের আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য (ভিসি) অধ্যাপক শুচিতা শরমিন, সহ-উপাচার্য (প্রোভিসি) অধ্যাপক গোলাম রাব্বানী ও কোষাধ্যক্ষ অধ্যাপক মানুন-অর-রশীদকে  সরিয়ে দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন জানানো হয়, অন্তর্বর্তী সময়ের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক তৌফিক আলমকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ববি উপাচার্যের (ভিসি) পদত্যাগের দাবিতে ২৯ দিন ধরে আন্দোলন করে যাচ্ছেন শিক্ষার্থীরা। ইতিমধ্যে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন করে দেওয়া হয়েছে। শিক্ষক-কর্মকর্তাদের বড় অংশ উপাচার্যের পদত্যাগ দাবিতে মাঠে নেমেছেন। এ পরিস্থিতিতে গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করা হয়। শিক্ষার্থীদের এ কর্মসূচিতে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এ কর্মসূচি থেকে আজ বেলা ২টার মধ্যে পদত্যাগের সময়সীমা বেঁধে দেওয়া হয়।

ঢাকা এক্সপ্রেস/ এসইউ

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন