শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯:৫০, ১৯ জুলাই ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
দুই বাংলার গীতিকারদের কথায় এবং আর কে জুয়েলের সুরে জনপ্রিয় প্লে-ব্যাক শিল্পীরা যে গানগুলো করেছেন, সেগুলো শ্রোতাপ্রিয়তা পাচ্ছে। আর কে জুয়েলের সুরে বর্তমানে কাজ করছেন উপমহাদেশের মেলোডি কিং কুমার সানু সহ আরো অনেক খ্যাতিমান টালিউড ও বলিউড শিল্পী। গানগুলো খুব শীঘ্রই প্রকাশিত হবে বলে জানান জুয়েল।
চট্টগ্রামের সন্তান আর কে জুয়েল ২০১২ সালে প্রথম বাংলাদেশি হিসেবে কিংবদন্তি এ আর রহমানের মিউজিক একাডেমি কে এম মিউজিক কনজারভেটরি (কে এম এম সি)-তে অডিও ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ালেখা করেন। সংগীতপ্রেমী পরিবারে বেড়ে ওঠা জুয়েলের পিতা, প্রয়াত প্রদীপ চক্রবর্তী, ছিলেন একজন ওস্তাদ ও সংগীতজ্ঞ- যার হাতে সংগীতের প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন জুয়েল।
বর্তমানে তিনি বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী, সুরকার ও সংগীত পরিচালক হিসেবে কাজ করছেন। পাশাপাশি, তিনি আর কে মিউজিক একাডেমি ও আর কে স্টুডিও-এর পরিচালক হিসেবে সংগীতের বিকাশে কাজ করে যাচ্ছেন দেশ ও দেশের বাইরে।
শিল্প ও সুরের মেলবন্ধনে আর কে জুয়েলের সংগীতজীবনের এই যাত্রা উপমহাদেশীয় সংগীতপ্রেমীদের জন্য এক নতুন আশা ও গর্বের প্রতিচ্ছবি।
ঢাকা এক্সপ্রেস/ইউকে