ঢাকা, রোববার, ২২ জুন ২০২৫

৮ আষাঢ় ১৪৩২, ২৫ জ্বিলহজ্জ ১৪৪৬

নোবেলের আইনজীবি যা দাবি করছেন

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩:২১, ২০ মে ২০২৫ | আপডেট: ০১:৪৩, ২১ মে ২০২৫

নোবেলের আইনজীবি যা দাবি করছেন

রাজধানীর ডেমরা থানায় দায়ের হওয়া ধর্ষণ মামলায় জামিন পাননি গায়ক মাইনুল আহসান নোবেল। আজ মঙ্গলবার (২০ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদ্দিন আহমেদের আদালতে নোবেলের জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নোবেলের পক্ষে জামিন আবেদন করে তাঁর আইনজীবী জসিম উদ্দিন আদালতে দাবি করেন, “মামলার বাদী নোবেলের স্ত্রী।” তিনি বলেন, “ঘটনাটি ঘটেছে গত বছরের ১২ নভেম্বর। বাদী এখনো নোবেলের বাসায় থাকেন এবং তাঁরা একসঙ্গেই জীবনযাপন করছিলেন। একটি ভুল বোঝাবুঝির জেরে এই মামলা হয়েছে। বিষয়টি মীমাংসার জন্য তাঁকে থানায় ডাকা হলে সেখানেই গ্রেপ্তার দেখানো হয়।”

আদালতে আরও দাবি করা হয়, “বাদী চার মাসের গর্ভবতী এবং আইনগতভাবে নোবেলের স্ত্রী।” সেই প্রসঙ্গ তুলে আইনজীবী বলেন, “এটি ধর্ষণ হয় কীভাবে? নোবেল তার সঙ্গে সংসার করতে চান, আমরা আপস করতে প্রস্তুত।”

তবে বিচারক জানতে চান, নোবেল ও বাদীর মধ্যে বৈধ বিয়ে হয়েছে তার প্রমাণ—কাবিননামা—আনা হয়েছে কি না। জবাবে আসামিপক্ষ জানায়, ‘তাড়াহুড়ার কারণে কাবিননামা আনা সম্ভব হয়নি।’

অন্যদিকে, রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করে বলেন, ‘মামলার এজাহার অনুযায়ী এটি ধর্ষণের অভিযোগ। ফলে জামিন দেওয়া অনুচিত।’

এর আগে, ভুক্তভোগী তরুণী অভিযোগ করেন, গায়ক নোবেল তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ ছয় মাস বাসায় আটকে রেখে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করেন। এ সময় নোবেল এসব ঘটনার ভিডিওচিত্র মোবাইলে ধারণ করেন বলেও অভিযোগ রয়েছে।

এই মামলার প্রেক্ষিতে রাজধানীর ডেমরা এলাকা থেকে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ। এখন তিনি কারাগারে রয়েছেন। মামলার পরবর্তী শুনানি দিন ধার্য করা হবে কারাগার থেকেই।

ঢাকা এক্সপ্রেস/ এমআরএইচ

আরও পড়ুন