ঢাকা, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

৭ ফাল্গুন ১৪৩১, ২০ শা'বান ১৪৪৬

বিপিএল টিকিট কাউন্টারে আগুন দিলো বিক্ষুব্ধ দর্শকরা

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৫:০৮, ২ জানুয়ারি ২০২৫ | আপডেট: ১৫:১১, ২ জানুয়ারি ২০২৫

বিপিএল টিকিট কাউন্টারে আগুন দিলো বিক্ষুব্ধ দর্শকরা

৩০ ডিসেম্বর ম্যাচ শুরুর দিনই বিসিবিতে আগুন দিয়েছিল বিক্ষুব্ধ জনতা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে আজ আবারও উত্তপ্ত হয়েছে মিরপুরের পরিস্থিতি।

টিকিট না পেয়ে বিক্ষুব্ধ জনতা আজ বেলা ১২টায় সুইমিংপুলের দুই নম্বর গেটে একটি টিকিট বুথে আগুন দিয়েছেন দর্শকেরা। অনলাইনে যাঁরা টিকিট কাটতে পারছেন না, তাঁদের জন্যই মূলত টিকিট বিক্রি করা হচ্ছিল এই বুথ থেকে। শুধু তাই নয়, সুইমিংপুল কমপ্লেক্সে ভাঙচুরও চালিয়েছেন ভক্ত-সমর্থকেরা। দর্শকদের ক্ষোভ, টিকিটের দাম বেশি কেন? পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী, পুলিশ আসে ঘটনাস্থলে।এরপর বিক্ষুব্ধ জনতা চলে যায় স্টেডিয়ামের পাঁচ নম্বর গেটে।

মিরপুরে হামলার দিনও আজ নির্ধারিত ১টা ৩০ মিনিটে শুরু হয়েছে দুর্বার রাজশাহী-ঢাকা ক্যাপিটালস ম্যাচ। টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক থিসারা পেসারা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভারে ২ উইকেটে ৬৯ রান করেছে দলটি।

অনলাইন থেকেই এবারের বিপিএলের টিকিট কেনা যাচ্ছে। পাশাপাশি মধুমতি ব্যাংকের নির্দিষ্ট শাখা থেকেও পাওয়া যাচ্ছে টিকিট। তবে গত ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে থাকায় বুথ থেকে টিকিট কেনার ব্যবস্থা করে বিসিবি।

আরও পড়ুন