ঢাকা, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

৭ ফাল্গুন ১৪৩১, ২০ শা'বান ১৪৪৬

তাসকিনের ৭ উইকেট, বিশ্ব রেকর্ড গড়তে দিলেন না মোস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা

প্রকাশ: ১৫:৪৬, ২ জানুয়ারি ২০২৫ | আপডেট: ১৫:৪৮, ২ জানুয়ারি ২০২৫

তাসকিনের ৭ উইকেট, বিশ্ব রেকর্ড গড়তে দিলেন না মোস্তাফিজ

তাসকিন আহমেদকে বিশ্ব রেকর্ড করতে দিলেন না মোস্তাফিজুর রহমান। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসের ইনিংসের শেষ বলে মোস্তাফিজকের আউট করলেই স্বীকৃত টি-টোয়েন্টি সেরা বোলিংয়ের বিশ্ব রেকর্ড করতেন দুর্বার রাজশাহীর পেসার তাসকিন। মোস্তাফিজ ঠেকিয়ে দেওয়ায় ১৯ রানে ৭ উইকেট  নিয়ে থামতে হলো বাংলাদেশের পেসারকে।  টি-টোয়েন্টি ইতিহাসে মাত্র তৃতীয় বোলার হিসেবে ৭ উইকেট পেলেন তাসকিন।

বিশ্ব রেকর্ডটা মালয়েশিয়ার  সিয়াজরুল ইদরুসের। ২০২৩ সালে চীনের বিপক্ষে ৮ রানে ৭ উইকেট পেয়েছিলেন মালয়েশিয়ান পেসার। ইদরুস ভাঙেন নেদারল্যান্ডসের কলিন অ্যাকারম্যানের রেকর্ড। ২০১৯ সালে ইংল্যান্ড ভাইটালিটি ব্ল্যাস্ট টি-টোয়েন্টিতে লেস্টারশায়ারের জয়ে বার্মিংহাম বিয়ার্সের বিপক্ষে ১৮ রানে ৭ উইকেট নিয়েছিলেন ডাচ অফ স্পিনার।

বিপিএলে সেরা বোলিংয়ে রেকর্ডে মোহাম্মদ আমিরকে পেছনে ফেলেছেন তাসকিন। ২০২০ সালে মিরপুরেই রাজশাহী রয়্যালসের বিপক্ষে ১৭ রানে ৬ উইকেট নিয়েছিলেন খুলনা টাইগার্সে খেলা পাকিস্তানি ফাস্ট বোলার।

কিন্তু রাজশাহীর বাকি বোলাররা দেখেছেন মুদ্রার উল্টো পিঠ। নিজেদের প্রথম জয়ের খুঁজে থাকা ঢাকা ক্যাপিটালস ও দুর্বার রাজশাহীর ম্যাচে তাসকিন বল হাতে নজর কাড়লেও ক্যাপিটালসের স্টিফেন এসকিনাজি ও শাহাদাত দিপুর ব্যাটে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৭৪ রানের সংগ্রহ পেয়েছে ঢাকা।    

অফ ফর্মে থাকা লিটন দাস প্রথম ম্যাচে ৩১ রান করে ছন্দে ফেরার আভাস দিয়েছিলেন। তবে আজ দ্বিতীয় ম্যাচেই নিজের চিরচেনা রূপে দেখা গেল এই উইকেটকিপারকে। টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে ৫ বল খেলে ডাক (০-শূন্য) উপহার দিয়ে ফেরেন লিটন। কিন্তু ইনিংসের চতুর্থ ওভারে দলের ব্যাটিং বিপর্যয় আরও বাড়িয়ে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম। দুর্বার রাজশাহীর হয়ে প্রথম চার ওভারে দ্বিতীয়বারের মতো উইকেট তুলে নেন পেসার তাসকিন আহমেদ।

দুই ওপেনারকে মাত্র ১৪ রানে ফিরিয়ে ঢাকা ক্যাপিটালসকে চেপে ধরার ইঙ্গিত দিয়েছিল এনামুল হক বিজয়ের দল। তবে তৃতীয় উইকেট জুটিতে ঢাকার হয়ে দলের হাল ধরেন ইংলিশ ব্যাটসম্যান স্টিফেন এসকিনাজি ও শাহাদাত হোসেন দিপু।

১৪ রানে ২ উইকেট হারালেও পাওয়ার প্লেতে মারকুটে মেজাজে খেলতে থাকেন দুই ব্যাটসম্যান। লম্বা সময় পর বিপিএলে ফেরা বাংলাদেশের সাবেক পেসার শফিউল ইসলামের দিনটা আজ ভালো যায়নি। রাজশাহীর হয়ে নিজের ফেরার ম্যাচে প্রথম ওভারেই দিয়েছেন ২০ রান। পাওয়ার প্লের শেষ ওভারে মোহর শেখ দেন ১৪ রান আর তাতেই প্রথম ৪ ওভারে ২ উইকেট হারিয়ে ২২ রান তোলা ঢাকার স্কোরবোর্ডে ছয় ওভার শেষে ৫৬ রান।

দ্রুত দুই উইকেট হারালেও দিপু-এসকিনাজির জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ঢাকা। মাঝ ওভারে হেসেখেলে নিজের ফিফটির দিকে এগিয়ে যাচ্ছিলেন ইংলিশ ব্যাটসম্যান এসকিনাজি। তবে ১১তম ওভারে হাসান মুরাদের স্পিনে ৪৬ রানে বোল্ড হয় ফেরেন এসকিনাজি। দলীয় ৯৩ রানে ৩ উইকেট হারানো ঢাকার ইনিংস এগিয়ে নেওয়ার দায়িত্ব সেই জায়গা থেকে নিজের কাঁধে নেন অধিনায়ক থিসারা পেরারা।

ক্রিজে নেমে নিজের খেলা প্রথম বলেই হাসান মুরাদকে মিড উইকেটে উড়িয়ে বিশাল এক ছয় মারেন পেরারা। আগ্রাসী মেজাজে শুরু করা পেরারা রানের গতি মুহূর্তেই বাড়ানোর চেষ্টা করেন। তবে ১৫তম ওভারে ৯ বলে ২১ রানের ক্যামিও ইনিংস খেলে মোহর শেখের বলে ক্যাচ দিয়ে দ্রুত ফেরেন ক্যাপিটালস অধিনায়ক।

দলীয় ১২৯ রানে ৪ উইকেট হারানো ঢাকাকে শেষ দিকে শাহদাত হোসেন দিপুর ফিফটি বড় সংগ্রহের স্বপ্ন দেখালেও শেষটা রাঙিয়েছেন শুবহাম রানজানে(১৩ বলে ২৪রান) ও আলাউদ্দিন বাবু(৯ বলে ১৩ রান)। শেষ দিকে এই দুই ব্যাটসম্যানের ১৫ বলে ৩৩ রানের জুটিতে ২০ ওভারে ১৭৪ রানের সংগ্রহ পায় ঢাকা। রাজশাহীর হয়ে শেষ ওভারে ২ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তাসকিন।

পুরো ম্যাচে ৪ ওভারে মাত্র ১৯ রানে ৭ উইকেট নেয়া তাসকিন রেকর্ডবুকে নিজের নাম লিখিয়েছেন। টি-টোয়েন্টির ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ উইকেট নেওয়ার দ্বিতীয় কীর্তি এটি। এর আগে কাউন্টি ক্রিকেটে ভাইটালিটি টি-টোয়েন্টি ব্লাস্টে ১৮ রান দিয়ে ৭ উইকেট নিয়েছিলেন ডাচ ক্রিকেটার কলিন অ্যাকারম্যান।   

আরও পড়ুন