ঢাকা, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

১১ বৈশাখ ১৪৩২, ২৬ শাওয়াল ১৪৪৬

পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের অভিযোগ, শিক্ষকের কারাদণ্ড

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ১৮:৪৬, ২৪ এপ্রিল ২০২৫

পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের অভিযোগ, শিক্ষকের কারাদণ্ড

পিরোজপুর জেলার কাউখালী উপজেলাতে মাদ্রাসায় পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের মাঝে গাইড বইয়ের টুকরা সরবরাহ করার অপরাধে এক শিক্ষককে কারাদণ্ড প্রদান করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) উপজেলার কাউখালী কেন্দ্রীয় ফাজিল মাদ্রাসায় অনুষ্ঠিত হয় ফেকা বিষয়ের পরীক্ষা। হলে দায়িত্বরত শিক্ষক উপজেলার নাঙ্গুলি নেছারিয়া কামিল মাদ্রাসার প্রভাষক জামাল উদ্দিন পরীক্ষার্থীদের মাঝে সংশ্লিষ্ট বিষয়ের নকল সরবরাহ করছিলেন। নকল সরবরাহের প্রমাণ হাতেনাতে পাওয়া যায়, এই অপরাধে পাবলিক পরীক্ষা আইন ১৯৮০ এর ধারায় অভিযুক্ত শিক্ষককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা।

আরও পড়ুন