ঢাকা, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

৭ ফাল্গুন ১৪৩১, ২০ শা'বান ১৪৪৬

শিরোনাম

Scroll
একুশে ফেব্রুয়ারি রাষ্ট্রপতিকে শহিদ মিনারে না আসার আহ্বান
Scroll
ইঞ্জিন সংকটে কনটেইনারবাহী ট্রেন চলাচলে অচলাবস্থা, বিপাকে চট্টগ্রাম বন্দর
Scroll
ইউক্রেনে ন্যাটোর সেনাদের মেনে নেবে না রাশিয়া
Scroll
‘গঙ্গা পানি চুক্তি’ নবায়ন আলোচনায় মার্চে ভারত যাচ্ছে কারিগরি দল
Scroll
দিল্লিতে চলছে বিজিবি-বিএসএফের ৩ দিনের সম্মেলন
Scroll
কুয়েটে ৫ দফা দাবিতে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম বন্ধের ঘোষণা
Scroll
দেশের বাজারে জুতার নতুন ব্র্যান্ড আনছে টি কে গ্রুপ
Scroll
এ অভ্যুত্থান সবার, সবাইকে নিয়ে এগোতে হবে: মাহফুজ আলম
Scroll
অবশেষে ইউক্রেন যুদ্ধের সমাপ্তি টানতে সম্মত রাশিয়া
Scroll
কুয়েটে হামলা: ঢাবিতে বৈষম্যবিরোধী ও ছাত্রদলের আলাদাভাবে বিক্ষোভ
Scroll
নাইকো দুর্নীতি মামলার রায় আজ

আইয়ুব বাচ্চুকে হারানোর ছয় বছর

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০:০৩, ১৮ অক্টোবর ২০২৪ | আপডেট: ১৩:৩৮, ১৮ অক্টোবর ২০২৪

আইয়ুব বাচ্চুকে হারানোর ছয় বছর

‘এই রুপালি গিটার ছেড়ে একদিন চলে যাব দূরে’—নিজের এই গানের মতো আসলেই চলে গেলেন তিনি। বলছিলাম বাংলা ব্যান্ড সংগীতের জাদুকর আইয়ুব বাচ্চুর কথা। ২০১৮ সালের আজকের এই দিনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে পৃথিবী ছেড়ে বিদায় নেন এই শিল্পী।

১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রাম শহরে আইয়ুব বাচ্চুর জন্ম। ১৯৭৬ সালের দিককার কথা। সেই সময় ‘আগলি বয়েজ’ নামের এক ব্যান্ড গঠনের মাধ্যমে সংগীতজগতে পথচলা শুরু হয় এই গানের জাদুকরের। এরপর আরও বেশ কিছু ব্যান্ডের সঙ্গে কাজ করেন আইয়ুব বাচ্চু। পরে ১৯৯১ সালে গঠন করেন নিজের ব্যান্ড ‘এলআরবি’। এই ব্যান্ড থেকে দর্শকদের উপহার দেন ‘কষ্ট পেতে ভালোবাসি’, ‘চলো বদলে যাই’, ‘সেই তুমি’, ‘এখন অনেক রাত’–এর মতো কালজয়ী সব গান।

আইয়ুব বাচ্চুকে নিয়ে আয়োজন-

আজ রাজধানীর পূর্বাচলে ঢাকা অ্যারেনায় আয়োজিত  ঢাকা রেট্রো কনসার্টে তাঁর স্মরণে বিশেষ আয়োজন রাখা হয়েছিল। কিন্তু গতকাল শেষ মুহূর্তে কনসার্টটি স্থগিতের ঘোষণা দিয়েছে আয়োজক ব্লু ব্রিক কমিউনিকেশন। কনসার্টের নতুন তারিখ ও ভেন্যু পরে জানিয়ে দেওয়া হবে বালে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান। ঢাকা রেট্রো কনসার্টে গাইবে নব্বইয়ের দশকের চার ব্যান্ড মাইলস, নগর বাউল, আর্ক ও দলছুট।

কনসার্টের তারিখ পেছানোর কারণ জানতে চাইলে ব্লু ব্রিক কমিউনিকেশনের ব্যবস্থাপনা পরিচালক কাজী রিয়াসাত নাদিদ বলেন, ‘বৃষ্টির পূর্বাভাস থাকায় ও নিরাপত্তাজনিত কারণে কনসার্টটি স্থগিত করা হয়েছে। ব্যান্ডগুলোর সঙ্গে কথা বলে শিগগিরই নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে।’ কনসার্টের তারিখ পেছালেও আয়োজন আগের মতোই থাকবে। এ বিষয়ে কাজী রিয়াসাত নাদিদ বলেন, ‘আমাদের ব্যান্ডসংগীতের সোনালি যুগ বলা হয় নব্বইয়ের দশককে। এখনো সেই সময়ের ব্যান্ডগুলোর কদর কমেনি। অনেকেই তাঁদের পারফরম্যান্স উপভোগ করতে চান। সে কারণেই ঢাকা রেট্রো কনসার্টের পরিকল্পনা। এ ছাড়া এই কনসার্টে নব্বইয়ের দশকের লিজেন্ড প্রয়াত আইয়ুব বাচ্চুকে ট্রিবিউট করে একটি বিশেষ আয়োজন যোগ হয়েছে। তাঁকে ট্রিবিউট করে মিজান অ্যান্ড ব্রাদার্স আইয়ুব বাচ্চুর চারটি গান পরিবেশন করবে। এতে অংশ নেবেন এলআরবি ব্যান্ডের তিনজন সদস্য।’

অন্যদিকে, আজ সন্ধ্যায় রাজধানীর মগবাজারে সেলিব্রেশন কমিউনিটি পয়েন্টে আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। চট্টগ্রাম মিউজিশিয়ানস ক্লাব, ঢাকা; আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন এবং বন্ধুমহল এ আয়োজন করেছে। আয়োজনে উপস্থিত থাকবেন কণ্ঠশিল্পী, সুরকার, গীতিকার, মিউজিশিয়ানসহ অনেকে।

আরও পড়ুন