কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর সৃষ্ট উত্তেজনার মধ্যে ৭ মে, বুধবার পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মীরের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। ‘অপারেশন সিঁদুর’ নামে চালানো এই সামরিক অভিযানে কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফফরাবাদসহ অন্তত ৯টি এলাকায় টার্গেট করে হামলা চালানো হয়। ভারত দাবি করেছে, এতে ৭০ জন সন্ত্রাসী নিহত হয়েছে। অন্যদিকে পাকিস্তানের দাবি, এসব হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন বেসামরিক নাগরিক...