কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উন্নয়ন এখন আর ভবিষ্যতের প্রযুক্তি নয়, বরং বর্তমান বাস্তবতা। গতি আর দক্ষতায় এটি পুরোদমে পাল্টে দিচ্ছে শিল্পের চিরচেনা চিত্র। কেউ কেউ এআইকে প্রযুক্তির এক নব্য বিপ্লব হিসেবে অভিহিত করলেও, অনেকের মধ্যেই কর্মসংস্থান হারানোর ভয় কাজ করছে। তবে মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসের মতে, কিছু পেশা এআই যুগেও অক্ষত থাকবে....