ভারত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশের ভৌগোলিক ও কৌশলগত অবস্থান খুবই গুরুত্বপূর্ণ । ভৌগোলিক অবস্থানের পাশাপাশি কৌশলগত অবস্থানকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে বাংলাদেশ যে একটি গুরুত্বপূর্ণ শক্তি বা খেলোয়াড়ে পরিণত হবে, তাতে কোনো সন্দেহ নেই । সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল লরিয়েট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চীন সফরে ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য, যা সেভেন সিস্টার্স নামে পরিচিত, তা নিয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেন, এই রাজ্যগুলো স্থলবেষ্টিত (ল্যান্ডলকড) এবং সমুদ্রের সাথে সরাসরি সংযোগ নেই। তিনি আরো বলেন, আমরাই সাগরের অভিভাবক (Guardian of the ocean), অতএব বাংলাদেশের সমুদ্রপথ ব্যবহার করে এই অঞ্চলের জন্য নতুন অর্থনৈতিক সম্ভাবনা সৃষ্টি করা যেতে পারে, যা চীনের অর্থনৈতিক সম্প্রসারণের জন্যও সহায়ক হতে পারে । ড. মুহাম্মদ ইউনূসের আমরাই সাগরের অভিভাবক ও ল্যান্ডলকড মন্তব্যটি এ অঞ্চলের ভূরাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে । তার এই বক্তব্য ভারতের SAGAR (Security and Growth for All in the Region) নীতির বিপরীতে একটি শক্তিশালী বার্তা বহন করে, যা বাংলাদেশের সমুদ্রসীমার সার্বভৌমত্বকে জোরালোভাবে তুলে ধরেছে বলে সচেতন মহল মনে করছে । যদিও ভারতীয় নীতি-নির্ধারকরা ড. মুহাম্মদ ইউনূসের মন্তব্যের বিপুল প্রতিক্রিয়া দেখিয়েছে ।