শিরোনাম
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১৩:৫৮, ১৯ আগস্ট ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
অভিযানে দেখা যায়, সন্ধ্যার পর বহু শিক্ষার্থী পড়ার টেবিলে বসার বদলে বাজার ও আশপাশের এলাকায় আড্ডায় মেতে আছে। এমনকি কেউ কেউ ধূমপান করছে। এ সময় আড্ডায় কিছু অছাত্রের উপস্থিতিও লক্ষ্য করা যায়, যাদের নিয়ে অপরাধে জড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে।
প্রথমবারের মতো শিক্ষার্থীদের সতর্ক করে ইউএনও বাসায় ফিরে পড়াশোনায় মনোযোগী হওয়ার নির্দেশ দেন। তিনি স্পষ্ট করে জানান, রাত ৮টার পর অযথা বাইরে ঘোরাফেরা বা আড্ডা দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ থাকবে।
ইউএনও মো. জামাল হোসেন বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তোলার স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে রাত ৮টার পর আড্ডায় পাওয়া গেলে শিক্ষার্থীসহ দোকান মালিকদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরো বলেন, অভিভাবকদের দায়িত্ব নিতে হবে। সন্তান সন্ধ্যার পর কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, তা নজরে রাখতে হবে। পড়ার টেবিলে ফেরানোই এখন সবচেয়ে জরুরি।
চৌদ্দগ্রামে ইউএনও’র এই অভিযান এলাকাজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। অনেক অভিভাবক এ উদ্যোগকে শিক্ষার্থীদের সঠিক পথে ফেরানোর কার্যকর পদক্ষেপ হিসেবে দেখছেন।
ঢাকা এক্সপ্রেস/ইউকে