ইরান—আধুনিক বিশ্বের এক পরিচিত রাষ্ট্র, যার শিকড় ছড়িয়ে রয়েছে হাজার বছরের পারস্য সভ্যতায়। আজ এটি একটি শিয়া মুসলিম দেশ হিসেবে পরিচিত হলেও ইসলামী ইতিহাসে ইরান বা প্রাচীন পারস্যের অবদান শুধু কোনো একটি মতবাদে সীমাবদ্ধ নয়। বরং রাসুলুল্লাহ (সা.)-এর যুগ থেকেই পারস্যভূমি হয়ে উঠেছিল জ্ঞান, দর্শন, সাহসিকতা ও আধ্যাত্মিকতার এক মহারথের মঞ্চ।....