ঢাকা, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

১২ বৈশাখ ১৪৩২, ২৬ শাওয়াল ১৪৪৬

আজকের নামাজের সময়সূচি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:৩৪, ২৯ নভেম্বর ২০২৪

আজকের নামাজের সময়সূচি

নামাজকে বলা হয় বেহেশতের চাবি। নামাজের মাধ্যমে একজন মুসলমান নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে। এই আত্মসমর্পণে আত্মিক দিক দিয়ে নামাজি ব্যক্তি শক্তিশালী হন। একজন মুসলমান ব্যাক্তির জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। নামাজ হচ্ছে ধর্মের খুঁটি। ‘যে ব্যক্তি নামাজ ঠিক রাখল, সে ধর্মকে ঠিক রাখল। আর যে খুঁটিকে বিনষ্ট করল, সে ধর্মকে বিনষ্ট করে ফেলল (শুআবুল ইমান- ২৮০৭)।’

প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। যতই ব্যস্ততা থাকুক না কেন, সময়মতো নামাজ পড়া প্রত্যেক মুসলমানের ওপর ফরজ। 

ঢাকা ও এর আশপাশের এলাকার নামাজের সময়সূচি –

জোহর: ১১:৪৮-৩:৩৪ মিনিট

আসর: ৩:৩৫-৫:১০ মিনিট

মাগরিব: ৫:১৫-৬:২৯ মিনিট

এশা: ৬:৩১-৪:৫৫ মিনিট

আরও পড়ুন