ঢাকা, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

১২ বৈশাখ ১৪৩২, ২৬ শাওয়াল ১৪৪৬

গোল মিসের মহড়া, বিদায়ের শঙ্কায় ইন্টার মায়ামি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২:১৬, ২৫ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৩:০৭, ২৫ এপ্রিল ২০২৫

গোল মিসের মহড়া, বিদায়ের শঙ্কায় ইন্টার মায়ামি

পরাজয়ে হতাশ লিওনেল মেসি। ছবি: এএফপি

গোলপোস্টের সামনে লিওনেল মেসির একের পর এক ব্যর্থতার খেসারত দিল ইন্টার মায়ামি। কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনালের প্রথম লেগে ভ্যানকুভারের কাছে ২-০ গোলে হেরে গেছে ফ্লোরিডাভিত্তিক এই দলটি।    

ভ্যানকুভারের বিখ্যাত বিসি প্লেস স্টেডিয়ামে আজ সকালে অনুষ্ঠিত ম্যাচে একাধিক সুযোগ পেয়েছিলেন মেসি, তবে প্রতিবারই ব্যর্থ হয়েছেন শেষ ধাপে। কখনো তাঁর শট চলে গেছে পোস্টের বাইরে, আবার কখনো তা ঠেকিয়ে দিয়েছেন প্রতিপক্ষ গোলরক্ষক ইয়োহেই তাকাওকা।   

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে দুই দল। ১৭ মিনিটে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি ভ্যানকুভার। ভ্যানকুভার মিডফিল্ডার পেদ্রো ভিতের ক্রস কর্নার থেকে দেওয়া ক্রস রিসিভ করেন ত্রিস্তান ব্ল্যাকমন। তবে ব্ল্যাকমনের হেড গোলপোস্টের অনেক ওপর দিয়ে বেরিয়ে যায়। তবে ২৪ মিনিটে ভিতের ক্রসে হেডে লক্ষ্যভেদ করেন মার্কিন স্ট্রাইকার ব্রায়ান হোয়াইট। ১-০ ব্যবধানে এগিয়ে যায় ভ্যানকুভার। 

৩৬ মিনিটে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ তৈরি করেছিল ইন্টার মায়ামি। জর্দি আলবার ডান দিক থেকে বাড়ানো নিখুঁত ক্রস পেয়ে বাঁ পায়ে শট নেন লিওনেল মেসি। তবে গোলের মুখে দাঁড়িয়ে সেটি ঠেকিয়ে দেন ভ্যানকুভার গোলরক্ষক ইয়োহেই তাকাওকা। এরপর প্রথমার্ধের শেষ সময়ে দুই দফায় আক্রমণে ওঠে ভ্যানকুভার। ৩৮ ও ৪০ মিনিটে গোলের জন্য শট নিলেও দুইবারই সফলভাবে তা প্রতিহত করেন ইন্টার মায়ামির গোলরক্ষক অস্কার উস্তারি। প্রথমার্ধের শেষে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই ড্রেসিংরুমে ফেরে ভ্যানকুভার।

দ্বিতীয়ার্ধে শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা জমে ওঠে। তবে একের পর এক সুযোগ পেলেও দুই দলই লক্ষ্যভেদে ব্যর্থ হয়। ৬৭ মিনিটে জর্দি আলবার দুর্দান্ত ক্রসে গোলের দারুণ সুযোগ পান লুইস সুয়ারেজ, কিন্তু পোস্টের সামনে থেকেও গোল করতে পারেননি তিনি। এরপর ৭১ মিনিটে আরেকটি বড় সুযোগ আসে ইন্টার মায়ামির সামনে। তবে মেসির শট ঠেকিয়ে দেন ভ্যানকুভার গোলরক্ষক ইয়োহেই তাকাওকা। 

একাধিক সুযোগ হাতছাড়া করার পর ম্যাচের শেষ দিকে সেটার খেসারত দিতে হয় মায়ামিকে। ৮৫ মিনিটে জেইডেন নেলসনের পাস থেকে গোল করে ব্যবধান ২-০ করেন ভ্যানকুভার মিডফিল্ডার সেবাস্তিয়ান বারহাল্টার। এরপর ৯০ মিনিটে ফ্রিকিক পেয়েছিলেন মেসি, কিন্তু তাতেও গোলের দেখা পায়নি ইন্টার মায়ামি। নির্ধারিত সময় শেষে অতিরিক্ত ৫ মিনিট খেলা হলেও আর কোনো গোল না হওয়ায় ২-০ গোলেই শেষ হয় ম্যাচ।

আগামী ১ মে নিজেদের মাঠ চেজ স্টেডিয়ামে ফিরতি লেগে ভ্যানকুভারকে আতিথ্য দেবে মায়ামি। বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে গুরুত্বপূর্ণ এই ম্যাচ। প্রথম লেগে ২-০ গোলে পিছিয়ে থাকায় ফাইনালে উঠতে হলে এবার নিজেদের সেরাটা দিতে হবে মেসি-সুয়ারেজদের। তার আগে অবশ্য ২৭ এপ্রিল মেজর লিগ সকারে ডালাসের বিপক্ষে খেলবে তারা। বাংলাদেশ সময় রাত ৩টায় শুরু হবে সেই লড়াই।

ঢাকা এক্সপ্রেস/এসএআর 

আরও পড়ুন