শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩:৫১, ২৫ এপ্রিল ২০২৫
ছবিঃ সংগৃহীত
গত ১৩ এপ্রিল রেলওয়ের উপ-পরিচালক (পার্সোনেল-৩) পলাশ কুমার সাহা স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল পরিবহন বিভাগের ১০২ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। এসময় শর্তে উল্লেখ করা হয়, যোগদানের তারিখ থেকে অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত থাকা যাবে না। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রাপ্ত এ সংক্রান্ত নির্দেশনার ছায়ালিপিও চিঠির সঙ্গে সংযুক্ত করা হয়েছে।
এই নিয়োগ কার্যক্রম বাস্তবায়নের জন্য চিঠিটি বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপককে পাঠানো হয়েছে। পাশাপাশি রেলওয়ের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছেও চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।
ঢাকা এক্সপ্রেস/ বিডি