শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮:০৩, ২৫ এপ্রিল ২০২৫
প্রতি বছর বর্ষা মৌসুম এলেই নগরজুড়ে বেড়ে যায় ডেঙ্গুর প্রাদুর্ভাব। এবার বর্ষাতে ডেঙ্গুর বংশ বিস্তার রোধে আগেভাগেই মাঠে নেমেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
আজ (শুক্রবার, ২৫ এপ্রিল) সকাল থেকে সাতশ'র বেশি কর্মী দিয়ে ধানমন্ডি এলাকায় মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে দক্ষিণ সিটি করপোরেশন। জনসচেতনতা বৃদ্ধিতে করা হয় র্যালি। র্যালি শেষে উপস্থিত সাংবাদিকদের ডেঙ্গু নিয়ন্ত্রণে নিজেদের পরিকল্পনার কথা জানান স্থানীয় সরকার সচিব ও দক্ষিণের প্রশাসক।
দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক জানান, বর্ষাকে সামনে রেখে ডেঙ্গু মশার বিস্তার রোধে এ বছর আগেভাগেই ওষুধ ছিটানো ও পরিবেশ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। নগরবাসী সহযোগিতা করলে ডেঙ্গু রোধ সম্ভব হবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, ‘বর্ষা শুরুর আগেরই এবার আমরা আমাদের খালগুলো, নর্দমাগুলো, ড্রেনগুলো সমস্ত পরিষ্কার করে ফেলোব। এবং বিশেষ করে মশার যে জন্মস্থান সেটাকে আমরা পরিষ্কার রাখবো। এ কার্যক্রম আমাদের সিটির তরফ থেকে অব্যাহত আছে। আর নাগরিকদেরও দায়িত্ব আছে। তাদের আঙ্গিনায় যেন পানি না জমে, কোনো টবে যেন পানি জমে না যায়, তাদের প্রতি আমাদের অনুরোধ।’