ঢাকা, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

১২ বৈশাখ ১৪৩২, ২৬ শাওয়াল ১৪৪৬

ভুয়া প্রশ্নপত্র ছড়ানোয় এক ব্যক্তি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:৫০, ২৫ এপ্রিল ২০২৫ | আপডেট: ১১:৫৬, ২৫ এপ্রিল ২০২৫

ভুয়া প্রশ্নপত্র ছড়ানোয় এক ব্যক্তি গ্রেপ্তার

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেটশিপ তালিকাভুক্তির আজ শুক্রবারের এমসিকিউ পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ছড়ানোর অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গতকাল বৃহস্পতিবার (২৪এপ্রিল) রাতে মিজানুর রহমান নামে এক ব্যক্তিতে এমন অভিযোগে রাজধানীর মহাখালী এলাকা থেকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, ডিবির (দক্ষিণ) যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। তিনি জানান, বার কাউন্সিলের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর ডিবি অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

ডিবির যুগ্ম কমিশনার বলেন, ‘গ্রেপ্তারের পর মিজানুরকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে এবং তদন্ত চলছে।’

বার কাউন্সিল এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। 

ঢাকা এক্সপ্রেস/ বিডি

আরও পড়ুন