শিরোনাম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১৪:৩০, ২৫ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৫:২৫, ২৫ এপ্রিল ২০২৫
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৫এপ্রিল) রাতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পেশোয়ার জালমির অধিনায়ক বাবর আজম। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া লাহোর কালান্দার্স ১৯.২ ওভারে ১২৯ রানে গুটিয়ে যায়। সিকান্দার রাজার ৩৭ বলে ৫২ রানের ইনিংস ছাড়া বলার মতো আর কোনো ইনিংস নেই। ৫ চার ও ৩ ছক্কা মেরেছেন রাজা। রিশাদ একটি করে চার ও ছক্কা মারলেও ৮ নম্বরে নেমে ১৩ বলে ১৩ রান করেছেন।
১২৯ রান করে জিততে হলে বোলিংয়ে লাহোর কালান্দার্সকে বিশেষ কিছু করে দেখাতে হতো। কিন্তু পেশোয়ার জালমি ১৬.৪ ওভারে ৩ উইকেটে ১৩৩ রান করে ফেলে। অধিনায়ক বাবর ৪২ বলে ৭ চার ও ১ ছক্কায় ৫৬ রান করে অপরাজিত থাকেন। লাহোর অধিনায়ক শাহিন ৪ ওভারে ২২ রান খরচায় নিয়েছেন ২ উইকেট। অপর উইকেটটি পেয়েছেন হারিস রউফ। রিশাদ ২ ওভারে ১৮ রান দিয়েও ঝুলিতে কোনো উইকেট পুড়তে পারেনি।
লাহোর কালান্দার্সের বিপক্ষে ৭ উইকেটে জয় পায় পেশোয়ার জালমি। খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন আলজারি জোসেফ।
ঢাকা এক্সপ্রেস/ এমএইচ