শিরোনাম
ক্রীড়া প্রতিবেদক, ঢাকা
প্রকাশ: ১৫:৫২, ২৫ এপ্রিল ২০২৫
বিসিবি একাডেমি ভবনে আজ তামিমের সঙ্গে দীর্ঘসময় আলাপ-আলোচনা করেন মাহমুদউল্লাহ, আবু হায়দার রনি, মোস্তাফিজুর রহমানসহ মোহামেডানের প্রায় সব ক্রিকেটারই। জুমার নামাজের পর তামিম-মাহমুদউল্লাহদের সঙ্গে বৈঠকে বসেন ফারুক। বোর্ড সভাপতি এই বৈঠক করেছেন বিসিবি কার্যালয়ে। ফারুক ও ক্রিকেটারদের সঙ্গে আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠুও বসেন।
হৃদ্রোগে আক্রান্ত হওয়ার পর ক্রিকেট থেকে দূরে আছেন তামিম ইকবাল। তাঁর পরিবর্তে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়কত্ব পান হৃদয়। সেই হৃদয় মাঠে আম্পায়ারিং নিয়ে সমালোচনা করে প্রথম দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন। মোহামেডানের আপিলে এক ম্যাচ নিষেধাজ্ঞা কমানো হয়েছিল। এটা নিয়ে বিসিবির পরিচালকেরা একে অন্যের ঘাড়ে দোষ চাপিয়েছেন। বিতর্কের মুখে আবার সেই শাস্তি বহাল রাখা হয়।
হৃদয়ের শাস্তি পুনরায় বহাল রাখার ব্যাপারেই ফারুকের সঙ্গে বৈঠক চলছে মোহামেডানের। তামিমের নেতৃত্বে আজ ক্লাবটির ক্রিকেটাররা একত্রিত হয়েছেন মিরপুরে। লিগ বয়কটের মতো কঠিন সিদ্ধান্ত তাঁরা নিতে পারেন বলে শোনা যাচ্ছে।