শিরোনাম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১৬:০৫, ২৩ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৬:১৮, ২৩ এপ্রিল ২০২৫
ছবিঃ সংগৃহীত
ফলে জিম্বাবুয়ের জয়ের জন্য প্রয়োজন ১৭৩ রান। ১৭৩ রান তাড়া করতে মাঠে নামে জিম্বাবুয়ে। প্রথম উইকেট হারানোর আগেই জিম্বাবুয়ের স্কোরকার্ডে জমা হয়েছে ৯৫ রান। জয়ের জন্য তাদের আর মাত্র ৫৭ রানের দরকার, হাতে আছে ৮ উইকেট ও আজকের একটি সেশন ও আগামীকাল পুরো দিন। তবে চতুর্থ দিনেই হতে পারে সিলেট টেস্টের ফলাফল।
চতুর্থ দিনে খেলা মাঠে গড়ানোর পর দ্বিতীয় বলেই অধিনায়ক শান্তকে হারায় বাংলাদেশ। ১০৫ বলে ৭ চারে ৬০ রান করেন টাইগার দলপতি। মাত্র ১৬ রান যোগ হতে মিরাজও (১১) বিদায় নেন। পরের ওভারে তাইজুলও বিদায় নিলে ২০০ এর আগে অলআউট হওয়ার শঙ্কায় পড়ে টাইগাররা।
লোয়ার অর্ডার ব্যাটারদের নিয়ে সেই লজ্জার হাত থেকে বাঁচান জাকের আলী। ২৫৫ রানে শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ১১১ বলে ৪ চার ও ১ ছয়ে ৫৮ রান করেন জাকের।
ঢাকা এক্সপ্রেস / এমএইচ