ঢাকা, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

১২ বৈশাখ ১৪৩২, ২৬ শাওয়াল ১৪৪৬

সিলেট টেস্টের চতুর্থ দিনে শান্তকে ফিরিয়ে দারুণ শুরু জিম্বাবুয়ের

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১১:৩৭, ২৩ এপ্রিল ২০২৫ | আপডেট: ১১:৪৫, ২৩ এপ্রিল ২০২৫

সিলেট টেস্টের চতুর্থ দিনে শান্তকে ফিরিয়ে দারুণ শুরু জিম্বাবুয়ের

সিলেট টেস্টের চতুর্থ দিনে শান্তকে ফিরিয়ে দারুণ শুরু জিম্বাবুয়ের

সিলেট টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন খেলতে পারেনি বৃষ্টির কারণে । এরপর আলোকস্বল্পতার কারণে দিনের খেলাও শেষ হয়েছে আগেভাগেই। আজ (২৩ এপ্রিল) ৯টা ৪৫ মিনিটে খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির করণে তা হয়নি । পরে বল মাঠে গড়ালে, দ্বিতীয় বলেই সাজঘরে ফিরেছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 

ম্যাচের পরিস্থিতি বিবেচনায় খুবই বাজে শট খেলেছিলেন শান্ত। তবে আগের দিনই থিতু হয়ে গিয়েছিলেন নাজমুল। দরকার ছিল আজ সকালটা একটু দেখে শুনে শুরু করা। বড় লিডের জন্য তার ব্যাটের দিকেই তাকিয়ে ছিল বাংলাদেশ। কিন্তু নাজমুল ব্লেসিং মুজারাবানিকে মারতে গিয়ে উইকেট দিলেন দিনের দ্বিতীয় বলেই।

পুল খেলতে গিয়ে ঠিকমতো টাইমিং হয়নি, ব্যাটের টপ এজে লেগে ক্যাচ উঠে যায় অনেক উঁচুতে। লং লেগে ছিলেন নিয়াউচি, বল গেল তার হাতে। ১০৫ বলে ৬০ রানেই থেমে গেল নাজমুলের ইনিংস। 

এদিকে মেহেদী হাসান মিরাজও থিতু হতে পারেনি বেশিক্ষণ। ১৫ বলে থামে তার ইনিংস। একি অবস্থা তাইজুল ইসলামেরও ৩ বলে ১ রান করে সাজঘরে ফিরেন তিনি। 

এখন পর্যন্ত টেস্টের চতুর্থ দিনে ২১৩ রানে ৭ উইকেট হারায় বাংলাদেশ।

 

ঢাকা এক্সপ্রেস/ এমএইচ 

 

 

আরও পড়ুন