শিরোনাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১০:৩৩, ২৫ এপ্রিল ২০২৫ | আপডেট: ১২:০৫, ২৫ এপ্রিল ২০২৫
ঢাকাই চলচ্চিত্রে আনিকা কবির শখের অভিষেক হয় ১৫ বছর আগে। প্রথম সিনেমাতেই নায়ক হিসেবে পেয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খানকে। এরপরেই সিনেমায় অনিয়মিত হয়ে পরেন শখ।
সম্প্রতি একটি পডকাস্ট শোতে হাজির হয়ে প্রথম চলচ্চিত্রের কথা স্মৃতিচারণ করে অভিনেত্রী বলেন, “শাকিব ভাইয়ার সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা বেশ ভালো। তিনি ভীষণ ভালো একজন মানুষ। তিনি বড় একজন সুপারস্টার,তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। ভাইয়া অনেক হেল্প করেছেন। তিনি জানেন কিভাবে হেল্প করলে অভিনয় বের করা যাবে। আমার লাউড ডায়লগ ডেলিভারি করা দরকার ছিল। আমি আস্তে আস্তে ডায়লগ ডেলিভারি দিয়েছিলাম। তখন শাকিব ভাইয়া আমাকে বলেছিলেন, ‘শখ তুমি যদি আর একটু লাউড বলো তোমার কথাটাও শোনা যাবে এবং আমাদের ফিল্মের মতোই হবে’।”
এছাড়াও শখ বলেন, প্রয়াত অভিনেত্রী অঞ্জনাও তাকে অভিনয়ে সহায়তা করেছিলেন।
উল্লেখ্য, ২০১০ সালে মুক্তি পাওয়া ‘বলো না তুমি আমার’ চলচ্চিত্রে অভিনয় করেছন শাকিব খান ও আনিকা কবির শখ। এ ছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন নিরব, তমা মির্জা, প্রবীর মিত্র, মিশা সওদাগর, সুচরিতাসহ অনেকে।