শিরোনাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১:৫১, ২৫ এপ্রিল ২০২৫ | আপডেট: ১২:৪৯, ২৫ এপ্রিল ২০২৫
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (এফডব্লিউআইসিই) আবারও পাকিস্তানি শিল্পীদের বয়কটের আহ্বান জানিয়েছে।
এফডব্লিউআইসিই’র বিবৃতিতে বলা হয়েছে, ‘জাতীয় স্বার্থে ও সংহতির লক্ষ্যে আমরা ২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারিতে জারি করা নির্দেশ পুনরায় স্মরণ করিয়ে দিচ্ছি, যেখানে ভারতীয় বিনোদন শিল্পে পাকিস্তানি শিল্পী, গায়ক, ও কারিগরদের সঙ্গে যেকোনো ধরনের সহযোগিতার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘সম্প্রতি আমরা জানতে পেরেছি পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান ‘আবির গুলাল’ ছবিতে কাজ করছেন। পাহেলগামের ঘটনার পর আমরা আবারও জোর দিয়ে জানাচ্ছি, পাকিস্তানি কোনো শিল্পী বা প্রযুক্তিবিদ যেন ভারতীয় সিনেমায় বা বিশ্বের অন্য কোথাও ভারতীয় প্রজেক্টে অংশগ্রহণ করতে না পারেন।’
এফডব্লিউআইসিই হুঁশিয়ারি দিয়েছে, তাদের যেকোনো সদস্য যদি এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
সংগঠনটি আরো জানিয়েছেন, তারা ভারতে ‘আবির গুলাল’ সিনেমা মুক্তি রুখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।
এদিকে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি-কে এফডব্লিউআইসিই’র প্রধান উপদেষ্টা আশোক পণ্ডিত বলেন, ‘এই হামলা দেশবিরোধী কাজ, এটি কোনো নতুন ঘটনা নয়। আমরা বারবার বলেছি, পাকিস্তানিদের সঙ্গে যেন কেউ কাজ না করে।’
ঢাকা এক্সপ্রেস / এমএইচ