শিরোনাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২:৫৬, ২৪ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৪:৩২, ২৪ এপ্রিল ২০২৫
সালমান খান এবং অক্ষয় কুমারের সঙ্গে তার অন-স্ক্রিন রসায়ন সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছে। দীর্ঘদিন অক্ষয় কুমারের সঙ্গে কাজ করেননি তিনি। রোহিত শেঠির ‘সূর্যবংশী’তে পুনরায় এক হওয়ার আগে কয়েক বছর ধরে এ অভিনেতার সঙ্গে কাজ বন্ধ করে রেখেছিলেন ক্যাট।
তবে এক সাক্ষাৎকারে ক্যাটরিনা বলেছিলেন অক্ষয় কুমারের অদ্ভুত আচরণ তাকে কষ্ট দিয়েছিল। তিনি বলেন, ‘তার সঙ্গে আমি টানা পাঁচ বছর কাজ করেছি। নিশ্চয়ই এই সময়ে সম্পর্কটা অনেক উষ্ণ হওয়ার কথা ছিল। প্রথম বছরে, অক্ষয় এসে ‘হাই, শুভ সকাল, কেমন আছো’ বলতেন এবং আমাকে উষ্ণ আলিঙ্গন করতেন। দ্বিতীয় বর্ষে তিনি কেবল আমার পিঠে হাত বুলিয়ে শুভ সকাল বলতেন। তৃতীয় বর্ষে, তখন কেবল ‘শুভ সকাল’, আর চতুর্থ বর্ষে, তিনি কেবল আমার দিকে তাকিয়ে মাথা নাড়তেন। পঞ্চম বর্ষে, তিনি প্রথমেই বলেন, ‘কী কাজ?’ আর কিছুই নয়। এমন নয় তিনি অভদ্র হয়ে উঠেছেন, কিন্তু এটি আমি মেনে নিতে পারিনি।’
তিনি আরও বলেন, ‘মাঝে মাঝে, যখন তিনি এটা করেন তখন আমার কষ্ট হয়, এবং আমি তাকে বলি অন্তত শুভ সকাল বা হাই বলতে অথবা শুধু হাসতে। আমি তাকে জিজ্ঞাসা করি কেন সে এত রেগে আছে। তিনি উত্তর দেন, ‘কে রেগে আছে?’ যখন আমি বলি তুমি, তখন তিনি বলেন ‘বোকার মতো কথা বলো না!’ তিনি আরও বলেন যে, ‘আমি কেমন মানুষ সেটা জানি’ এবং তিনি এমন কিছু করবেন না যার সাথে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন না। এটি আমাকে আরও বেশি কষ্ট দিয়েছে।’
ঢাকা এক্সপ্রেস/ এমএইচ