ঢাকা, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

১১ বৈশাখ ১৪৩২, ২৬ শাওয়াল ১৪৪৬

ভারত সেরা পরিচালক রাজামৌলি

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮:০৪, ২১ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৯:০৫, ২১ এপ্রিল ২০২৫

ভারত সেরা পরিচালক রাজামৌলি

সঞ্জয় লীলা বনশালি, করণ জোহর বা রোহিত শেট্টিকেও ছাড়িয়ে গেছেন তেলুগু চলচ্চিত্র নির্মাতা এসএস রাজামৌলি। তিনি প্রতি ছবির জন্য পারিশ্রমিক নেন ২০০ কোটি টাকা।

ইন্টারনেট মুভি ডেটাবেজ আইএমডিবি’র তথ্য অনুসারে রাজামৌলি তার প্রতিটি ছবির জন্য প্রায় ২০০ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। 

এছাড়াও অগ্রিম পারিশ্রমিক, লাভের ভাগ এবং স্বত্ব বিক্রির বোনাসও নিয়ে থাকেন তিনি।  রাজামৌলি তার বাহুবলী ফ্র্যাঞ্চাইজির সাফল্যের জন্যও এই পরিমাণ পারিশ্রমিক নিয়েছিলেন বলে শোনা গিয়েছে। 

২০০ কোটি টাকা পারিশ্রমিক রাজামৌলি  এখন পর্যন্ত দেশের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত পরিচালক। আয়ের দিক থেকে বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান ও সালমান খানকে ছাড়িয়ে গেছেন। শাহরুখ-সালমান প্রতি ছবির জন্য ১৫০-১৮০ কোটি টাকা আয় করেন।

এই সাফল্যের নেপথ্যে রয়েছে রাজামৌলির কঠোর পরিশ্রম। তবে ‘বাহুবলী' তাকে পুরো ভারত জুড়ে খ্যাতি এনে দিয়েছে। ‘বাহুবলী ২’-এর হিন্দি সংস্করণ ৫১০ কোটি আয় করেছিল। ছয় বছর ধরে হিন্দিতে সর্বোচ্চ আয়কারী ছবি ‘বাহুবলী’। ‘আরআরআর'-এর হিন্দি সংস্করণ ২৭০ কোটি আয় করেছিল।

ইন্ডাস্ট্রি সূত্রে জানা যায়, রাজামৌলি যা পারিশ্রমিক নেন তার অর্ধেকও অন্য কোনও পরিচালক নেন না। সন্দীপ রেড্ডি ভাঙা, প্রশান্ত নীলরা ছবি প্রতি নিয়ে থাকেন ৯০ কোটি  টাকা।

ঢাকা এক্সপ্রেস/ এমএইচ

আরও পড়ুন