ঢাকা, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

১১ বৈশাখ ১৪৩২, ২৬ শাওয়াল ১৪৪৬

বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দিয়ে বিবাহবার্ষিকীতে ঐশ্বরিয়ার ছবি পোস্ট 

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪:০২, ২১ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৬:৫৯, ২১ এপ্রিল ২০২৫

বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দিয়ে বিবাহবার্ষিকীতে ঐশ্বরিয়ার ছবি পোস্ট 

ছবি: সংগৃহীত

অভিষেক বচ্চন-ঐশ্বরিয়া রাই বচ্চনের সংসারে ফাটল ধরেছে, এমন গুঞ্জনে সয়লাব ছিল বলিউড।  তবে রোববার (২০ এপ্রিল) ১৮তম বিবাহবার্ষিকীর ছবি পোস্ট করেন ঐশ্বরিয়া। ছবিতে অভিষেক ও আরাধ্যার সঙ্গে হাসিখুশি দেখা গেছে ঐশ্বরিয়াকে। 

বিচ্ছেদের জল্পনা উড়িয়ে অভিনেত্রীর এই পোস্ট ভাইরাল হয়েছে। একসঙ্গের ছবি দেখে ভক্ত-অনুরাগীরাও খুশি। 

কেউ কেউ আবার লিখেছেন, ‘আপনাদের এক ফ্রেমে দেখে খুশি।’ আবার কেউ লিখেছেন, ‘এভাবে বেঁধে থাকুন তিনজনে।’

একজন লিখেছেন, 'যারা বিচ্ছেদের গুঞ্জনে চিৎকার করছিলেন, এই ছবি যেন তাদের মুখে চড় মারার শামিল।'

২০০৭ সালে সাতপাকে বাঁধা পড়েন অভিষেক বচ্চন-ঐশ্বরিয়া রাই। এরপর ২০১১ সালে তাদের সংসারে আসে কন্যা সন্তান আরাধ্যা। কয়েক বছর যেতে না যেতেই বিচ্ছেদের গুঞ্জনে ভারী হয়ে ওঠে বি টাউন। বলিপাড়ার অলিগলিতে কান পাতলেই শোনা যাচ্ছিল মন খারাপ করা খবর।

 

ঢাকা এক্সপ্রেস/ এমএইচ 
 

আরও পড়ুন