ঢাকা, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

১১ বৈশাখ ১৪৩২, ২৬ শাওয়াল ১৪৪৬

ফ্রান্স ও কানাডার পৃথক উৎসবে বাংলাদেশের ‘দাঁড়কাক’

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২:৩৯, ২২ এপ্রিল ২০২৫

ফ্রান্স ও কানাডার পৃথক উৎসবে বাংলাদেশের ‘দাঁড়কাক’

ফ্রান্স ও কানাডার পৃথক উৎসবে বাংলাদেশের ‘দাঁড়কাক’

শহীদুল জহিরের ছোটগল্প অবলম্বনে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’ আন্তর্জাতিক অঙ্গনে দারুণ সাড়া ফেলছে। তরুণ নির্মাতা জায়েদ সিদ্দিকী পরিচালিত এই সিনেমার মূল চরিত্র তোরাব শেখ—একজন বৃদ্ধ, যিনি জীবনের শেষ প্রান্তে এসে নিজেকে সংসারের জন্য বোঝা মনে করেন। অজান্তেই মেয়ের বিয়ে দেওয়ার ঘটনায় তিনি অপমানবোধ করেন এবং সিদ্ধান্ত নেন হারিয়ে যাওয়ার। তবে তার অনুপস্থিতিতেই পরিবারের অন্যরা উপলব্ধি করে তোরাবের প্রকৃত প্রয়োজনীয়তা।

অত্যন্ত মানবিক এই গল্পের সিনেমাটি ইতোমধ্যে ১০টি দেশের ১৬টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়ে পুরস্কার ও প্রশংসা অর্জন করেছে। এবার ফ্রান্স ও কানাডার দুটি মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে ‘দাঁড়কাক’।

এপ্রিল মাসের শেষ সপ্তাহে ফ্রান্সের টুলুজ ইন্ডিয়ান সিনেমা ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে সিনেমাটি। টুলুজ শহরের শেমিন দ্য লা বিউট মাল্টিপারপাস হলে ২৪ এপ্রিল প্রদর্শিত হবে এটি। উৎসবটি চলবে ২৩ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত। এখানে ‘দাঁড়কাক’-এর পাশাপাশি প্রতিযোগিতায় অংশ নিচ্ছে রিমা দাসের ‘ভিলেজ রকস্টার ২’, বোমান ইরানির ‘দ্য মেহতা বয়েজ’, দীপক রাউনিয়ারের ‘পূজা, স্যার’, ও নিস্থা জৈনের ডকুমেন্টারি ‘ফার্মিং দ্য রেভল্যুশন’সহ আরও বেশ কিছু চলচ্চিত্র।

অন্যদিকে, কানাডার মন্ট্রিয়ল সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের ১৪তম আসরে অংশ নেবে ‘দাঁড়কাক’। উৎসবের প্রেক্ষাগৃহ প্রদর্শনী চলবে ২৪ এপ্রিল থেকে ৪ মে, আর অনলাইন প্রদর্শনী হবে ১ থেকে ১০ মে। এই আয়োজনে ‘দাঁড়কাক’-এর সঙ্গে রয়েছে আরও ২২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, যার মধ্যে আছে মিন বাহাদুর ভামের ‘শম্ভালা’ এবং সিদ্ধার্থ যতলার ‘ইন দ্য বেলি অব টাইগার’-এর মতো আলোচিত কাজ।

‘দাঁড়কাক’-এ তোরাব শেখের চরিত্রে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়। আরও আছেন আমিনুর রহমান মুকুল, ইকবাল হোসেন, টুনটুনি সোবহান, ফজলুল হক, তাহুয়া লাবিব তুরা এবং এ বি এম সাইদুল হক।

নির্মাতা জায়েদ সিদ্দিকী জানান, ‘এটি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে নির্মিত। আমাদের সমাজে প্রবীণদের অবহেলার যে বাস্তবতা, সেটিই তুলে ধরা হয়েছে এই সিনেমায়।’

ঢাকা এক্সপ্রেস/ বিডি

আরও পড়ুন