ঢাকা, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

১১ বৈশাখ ১৪৩২, ২৬ শাওয়াল ১৪৪৬

মরণব্যাধি রোগে ভুগছেন জনপ্রিয় অভিনেতা

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮:৪২, ২১ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৯:১৯, ২১ এপ্রিল ২০২৫

মরণব্যাধি রোগে ভুগছেন জনপ্রিয় অভিনেতা

কোরীয় টিভি সিরিজ অভিনেতা জং কেউন সুক প্রায় দুই বছরে ধরে ক্যানসারে ভুগছেন। ২০২৩ সালের অক্টোবরে তাঁর ক্যানসার শনাক্ত হয়েছিল, সে বছরই মে মাসে তাঁর একটি অস্ত্রোপচার হয়েছে। এমবিএনের ভ্যারাইটি শো ‘লেটস গো’তে জং কেউন সুক বলেছেন, ক্যানসারে আক্রান্ত হওয়ার পর জীবনটাকে ভিন্নভাবে দেখতে শিখেছেন তিনি।

তিনি আরও বলেন, ‘ক্যানসারের সঙ্গে লড়াই শুরুর পর থেকে নিজের প্রতি ভালোবাসা বেড়েছে। আমার যন্ত্রণা আমাকে আরও শক্তিশালী করেছে।’

কোরিয়া ইউনিভার্সিটির এক প্রতিবেদনে জানা গেছে, থাইরয়েড ক্যানসার প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে পাঁচ বছরের মধ্যে সেরে ওঠার সম্ভাবনা রয়েছে।

জং কেউন সুক বলেন, ‘বিশেষজ্ঞরা বলেছেন, থাইরয়েড ক্যানসার ভালো ক্যানসার। কিন্তু ক্যানসার শব্দটার মধ্যেই ভয় লুকিয়ে রয়েছে। ফলে বিষয়টা মেনে নিতে সময় লেগেছে।’

ক্যানসার শনাক্তের পর প্রায় এক সপ্তাহেও পরিবারকে বিষয়টি জানাননি জং কেউন সুক। গত বছরের আগস্টে ক্যানসারে আক্রান্তের কথা প্রকাশ করেছেন ৩৭ বছর বয়সী অভিনেতা।

প্রায় তিন দশকের ক্যারিয়ারে অভিনয়ের পাশাপাশি গায়ক হিসেবেও আলাদা পরিচিতি রয়েছে এই অভিনেতার।

ঢাকা এক্সপ্রেস / এমএইচ 

আরও পড়ুন