ঢাকা, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

১১ বৈশাখ ১৪৩২, ২৬ শাওয়াল ১৪৪৬

মোদির হুশিয়ারি: সন্ত্রাসবাদীদের কোমর ভাঙবে ভারত 

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮:৩৯, ২৪ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৮:৪১, ২৪ এপ্রিল ২০২৫

মোদির হুশিয়ারি: সন্ত্রাসবাদীদের কোমর ভাঙবে ভারত 

ছবি: সংগৃহীত

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের ‘কল্পনাতীত শাস্তির’ হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিহারের মধুবনীতে এক সরকারি অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, হামলাকারীদের এমন সাজা দেওয়া হবে, যা তারা কখনো কল্পনাও করতে পারবে না। এমনকি তাদের মদদদাতাদেরও ছাড় দেওয়া হবে না।

বক্তব্যের শুরুতেই পহেলগামের হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন মোদি। এ সময় হাতজোড় করে তাঁকে নীরবতা পালন করতে দেখা যায়। একই সঙ্গে উপস্থিত সবাইকে নিজ নিজ আসনে বসে নীরবতা পালনের আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ানও উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘এ হামলা শুধুমাত্র নিরীহ পর্যটকদের ওপর নয়, বরং ভারতের আত্মার ওপর হামলার সামিল।’ 

১৪০ কোটি ভারতীয়ের ইচ্ছাশক্তি সন্ত্রাসবাদীদের কোমর ভেঙে দেবে বলেও হুঁশিয়ারি দেন মোদি। 

তিনি আরও বলেন, ‘যেসব সন্ত্রাসবাদী এই হামলা চালিয়েছে এবং যারা এই ষড়যন্ত্রে যুক্ত, তারা এমন শাস্তি পাবে, যা তাদের কল্পনারও বাইরে। আজ বিহারের মাটি থেকে আমি গোটা বিশ্বকে বলতে চাই—ভারত প্রতিটি সন্ত্রাসবাদীকে খুঁজে বার করবে, চিহ্নিত করবে এবং উপযুক্ত শাস্তি দেবে। ছাড় দেওয়া হবে না তাদের মদদদাতাদেরও।’

হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মোদি বলেন, ‘গোটা দেশ এই শোকের সময়ে তাঁদের পাশে রয়েছে। সরকার আহতদের চিকিৎসায় সব রকম প্রচেষ্টা চালাচ্ছে।’ 

তিনি আরও বলেন, ‘এই হামলায় কেউ পুত্রকে হারিয়েছেন, কেউ ভাই বা স্বামীকে হারিয়েছেন। কেউ বাংলায় কথা বলতেন, কেউ কন্নড় বা মারাঠিতে, কেউ আবার বিহারের সন্তান। আজ তাঁদের মৃত্যুতে কার্গিল থেকে কন্যাকুমারী পর্যন্ত দেশের শোক আর ক্ষোভ একত্রিত হয়ে গেছে।’

প্রসঙ্গত, পহেলগামে এই সন্ত্রাসী হামলায় এখন পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন বিদেশি নাগরিকও রয়েছেন। এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি সশস্ত্র গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ)।

 

ঢাকা এক্সপ্রেস/এসএআর

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন