শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৭:১৩, ২৪ এপ্রিল ২০২৫
ছবি: সংগৃহীত
২৬ বছর বয়সী ভারতীয় নৌবাহিনীর লেফটেন্যান্ট বিনয় নারওয়াল ছিলেন হরিয়ানার কারনাল জেলার বাসিন্দা। গত ১৬ এপ্রিল হিমাংশীর সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। ১৯ এপ্রিল ছিল তাঁদের রিসেপশন। বিয়ের পর মধুচন্দ্রিমার জন্য কাশ্মীরে গিয়েছিলেন তাঁরা। পরিকল্পনা ছিল, ১ মে নিজের জন্মদিন পরিবারের সঙ্গে কাটাবেন বিনয়। কিন্তু তার আগেই বৈসরনে ঘটে যায় ভয়াবহ হামলা।
পরিবার সূত্রে জানা গেছে, ইঞ্জিনিয়ারিং শেষ করে বছর দুয়েক আগে নৌবাহিনীতে যোগ দিয়েছিলেন বিনয়। পোস্টিং ছিল কেরালার কোচিতে। বিয়ের ছুটিতে বাড়ি ফিরেই কাশ্মীর সফরে যান। মূলত সুইজারল্যান্ড যাওয়ার কথা থাকলেও ভিসা না পাওয়ায় কাশ্মীরকেই বেছে নেন।
হামলার পর এক ভাইরাল ভিডিওতে স্ত্রী হিমাংশীকে কাঁদতে কাঁদতে বলতে শোনা যায়—‘আমরা ভেলপুরি খাচ্ছিলাম। তখন একজন এসে জানতে চায়, সে (বিনয়) মুসলিম কিনা। বিনয় ‘না’ বলার পরই গুলি করে তাকে হত্যা করা হয়।’
নিহতের বাবা রাজেশ নারওয়াল হরিয়ানার পানিপথে জিএসটি বিভাগে কর্মরত। ছেলের মৃত্যুর খবরে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এলাকাবাসীরা জানিয়েছেন, বিনয় ছিলেন অত্যন্ত ভদ্র, মিশুক ও পরিশ্রমী।
ঢাকা এক্সপ্রেস/এসএআর