ঢাকা, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

১২ বৈশাখ ১৪৩২, ২৬ শাওয়াল ১৪৪৬

সীমান্তে ভারত-পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০:৫৮, ২৫ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৩:৫৫, ২৫ এপ্রিল ২০২৫

সীমান্তে ভারত-পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলি

ছবি: সংগৃহীত

কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতের এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা চরমে পৌঁছেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি শুক্রবার (২৫ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে দাবি করা হয়, জম্মু ও কাশ্মিরে নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর ভারতীয় সেনা চৌকির দিকে গুলি চালায় পাকিস্তানি সেনারা। পরে ভারতীয় বাহিনীর পক্ষ থেকেও পাল্টা গুলিবর্ষণ করা হয়। সেনা সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, গোলাগুলির এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে পাকিস্তানের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। দেশটির সংবাদমাধ্যমেও গোলাগুলির এ ঘটনা নিয়ে কোনো প্রতিবেদন প্রকাশ হয়নি।

এর আগে মঙ্গলবার বিকেলে কাশ্মীরের পহেলগামের বৈসারণ উপত্যকায় পর্যটকদের লক্ষ্য করে চালানো সশস্ত্র হামলায় ২৬ জন নিহত হন। নিহতদের মধ্যে ২৫ জন ভারতীয় এবং একজন নেপালি নাগরিক। ওই হামলার পর ভারত দাবি করে, এটি পাকিস্তানভিত্তিক এক জঙ্গিগোষ্ঠীর কাজ। যদিও পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে এবং হামলায় তাদের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে।

এই ঘটনার জেরে ভারত ও পাকিস্তান পরস্পরের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে ওয়াঘা-আটারি সীমান্ত চৌকি বন্ধের সিদ্ধান্ত এবং উভয় দেশের সামরিক কর্মকর্তাদের বহিষ্কারের ঘোষণা।

বুধবার ভারত সরকার জানায়, সার্কভুক্ত দেশের জন্য বিশেষ ভিসা সুবিধার আওতায় যেসব পাকিস্তানি নাগরিক ভিসা পেয়েছেন, তা বাতিল করা হয়েছে। এর পাল্টা প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার পাকিস্তানও একই ধরনের সিদ্ধান্ত নেয় ভারতীয় নাগরিকদের ক্ষেত্রে।

এছাড়া ভারত ‘সিন্ধু নদ পানি চুক্তি’ স্থগিত করার কথা জানালে, পাকিস্তানও ভারতের সঙ্গে থাকা সব দ্বিপক্ষীয় চুক্তি স্থগিতের ঘোষণা দেয়। একই সঙ্গে ইসলামাবাদ ভারতের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয়।

ঢাকা এক্সপ্রেস/এসএআর

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন