শিরোনাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৩:০০, ২৫ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৪:০৩, ২৫ এপ্রিল ২০২৫
ভারতীয় সংগীতজ্ঞ এ আর রহমানের সঙ্গে ডিভোর্স হয়েছে সায়রা বানুর। ২৯ বছরের দাম্পত্যে ইতি টানাটা মোটেই সহজ ছিল না তাদের জন্য। অনেক কষ্ট স্বীকার করে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন রহমান-সায়রা দম্পতি। এমনটাই জানিয়েছিলেন তাদের আইনজীবী।
এ আর রহমানের সাজানো সংসারে ফাঁটল ধরার পর তাকে বিভিন্ন সময় নানা সমালোচনা সহ্য করতে হয়েছে। এমনকি গুঞ্জন ছিল, নিজ দলের বেসিস্ট মোহিনীর সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে তার। তবে এ ধরনের গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন, এ আর রহমান আর মোহিনী।
দুদিন অগে বিবাহবিচ্ছেদ নিয়ে একটি সাক্ষাৎকারে কথা বলেছেন এ আর রহমান। তিনি বলেন, ‘জেনে বুঝেই জনসম্মুখে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। প্রত্যেকেই ছাঁকনির মধ্যে দিয়ে যেতে হয়। যেখানে ঈশ্বরও প্রশ্নের মুখোমুখি হন, সেখানে আমি আর এমন কে?’
এছাড়াও তিনি বলেন, ‘আমাকে নিয়ে কেউ নোংরা মন্তব্য করলে পাল্টা আমি বরং শ্রষ্টাকে বলি ক্ষমা করে দিও।’ তাকে নিয়ে ওঠা বিভিন্ন সমালোচনার উত্তর দিলেন। তবে তিনি সায়রার সঙ্গে বিচ্ছেদ আসল কারণ তিনি এখনো গোপন রেখেছেন। বলেছেন, সবকিছু সংবাদপত্রের শিরোনামের জন্য নয়, কিছু জিনিস একান্তই ব্যক্তিগত।
ঢাকা এক্সপ্রেস/ এমএইচ