শিরোনাম
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ১৬:৫০, ২৫ এপ্রিল ২০২৫
শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে পলিয়ানপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বাংলাদেশি অভ্যন্তরীণ পলিয়ানপুর গ্রামের আব্দুর রহিমের ভুট্টাখেতের মধ্যে নিয়মিত টহল পরিচালনা করে ২৫ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, হাবিলদার মোঃ জুয়েল হোসেনের নেতৃত্বে নিয়মিত টহলরত একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৫ জনকে আটক করে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে থানায় সোপর্দ করা হয়েছে। অন্যদিকে, নারী ও শিশুদেরকে যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ার শাখার প্রতিনিধির কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।