শিরোনাম
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: ০১:২৫, ২৫ এপ্রিল ২০২৫
নিহত কিশোর । ছবি: সংগৃহীত
রেলওয়ে পুলিশের মোহনগঞ্জ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, ওই কিশোর ট্রেনের ছাদে ভ্রমণ করছিলেন। সম্ভবতঃ দাঁড়ানো অবস্থায় ছিলেন তিনি। ট্রেনটি বারহাট্টা থেকে ছেড়ে যাওয়ার পর ঠাকুরাকোণা স্টেশনের নিকটবর্তি ধলাইখালি নদীর সেতুর উপর উঠলে তিনি ওই সেতুর উপরের দিকের স্টিল-স্ট্রাকচারে ধাক্কা লেগে ছাদ থেকে ছিটকে পড়ে আহত হন। উদ্ধার করে ঠাকুরাকোণা হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এসআই মোঃ মোবারক হোসেন বলেন, পরিচয় জানার চেষ্টা চলছে। অন্যথায় উর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে।
ঢাকা এক্সপ্রেস/ এসএ