ঢাকা, রোববার, ২২ জুন ২০২৫

৮ আষাঢ় ১৪৩২, ২৫ জ্বিলহজ্জ ১৪৪৬

তৃণমূলে উত্তেজনা ও বিক্ষোভ

ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে ছাত্রলীগ নেতা

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ২০:৫০, ১৫ মে ২০২৫

ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে ছাত্রলীগ নেতা

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সদ্য ঘোষিত আংশিক কমিটি নিয়ে সংগঠনের তৃণমূল পর্যায়ে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়েছে। আলোচিত এ কমিটিতে মো. ইফতি হাসান অভিকে ৪নং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়, যিনি অতীতে পিরোজপুর পৌরসভাধীন সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসা ছাত্রলীগ কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ বিষয়ে সংগঠনের একাধিক নেতাকর্মী অভিযোগ করেন, ছাত্রলীগের সঙ্গে সরাসরি জড়িত থাকা ব্যক্তিকে ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে অন্তর্ভুক্ত করা আদর্শগতভাবে গ্রহণযোগ্য নয় এবং এটি সংগঠনের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের প্রতি অবিচার। এছাড়াও, নতুন কমিটির আরও কয়েকজন সদস্যের বিরুদ্ধে ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগও তুলেছেন তারা।

কমিটি ঘোষণার প্রতিবাদে গত ১৩ মে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও পথসভা করেন পদবঞ্চিত নেতারা। এ সময় তারা কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ও পিরোজপুর টিম প্রধান রিয়াদ রহমানের কুশপুত্তলিকা দাহ করেন। বিক্ষোভকারীদের অভিযোগ, অর্থের বিনিময়ে সাবেক ছাত্রলীগ নেতাদের ছাত্রদলে পুনর্বাসন করা হচ্ছে, যা সংগঠনের নীতিমালার পরিপন্থী।

এই ঘটনাকে কেন্দ্র করে পিরোজপুর ছাত্রদলের অভ্যন্তরে স্পষ্ট বিভক্তি এবং সাংগঠনিক অস্থিরতা দেখা দিয়েছে। বিক্ষোভকারীরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে দাবি জানান, তারা যেন সংগঠনের আদর্শ ও নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল থেকে পদায়ন ও নেতৃত্ব নির্বাচনের সিদ্ধান্ত গ্রহণ করেন এবং ত্যাগী নেতাদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করেন।

এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্টরা মনে করছেন, সংগঠনের অভ্যন্তরীণ এই সংকট নিরসনে কেন্দ্রীয় নেতৃবৃন্দের তাৎক্ষণিক হস্তক্ষেপ প্রয়োজন।

আরও পড়ুন