ঢাকা, শনিবার, ০২ আগস্ট ২০২৫

১৮ শ্রাবণ ১৪৩২, ০৭ সফর ১৪৪৭

প্রেমের গল্পে মেতেছে দর্শক

মুস্তাফি শিমুলের ‘নাচ-টাচ’: শহুরে প্রেম ও দ্বিধার ছন্দময় এক গল্প

বিনোদন প্রতিবেদক, ঢাকা

প্রকাশ: ১৪:৫৬, ২ আগস্ট ২০২৫ | আপডেট: ১৫:০০, ২ আগস্ট ২০২৫

মুস্তাফি শিমুলের ‘নাচ-টাচ’: শহুরে প্রেম ও দ্বিধার ছন্দময় এক গল্প

শহরের ব্যস্ত জীবনের ভেতরেও কি প্রেমের নাচে হারিয়ে যাওয়া যায়? সম্প্রতি মুক্তি পাওয়া স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নাচ-টাচ’ সে প্রশ্নের উত্তর দিয়েছে তরুণদের হৃদয় ছুঁয়ে। প্রেম, দ্বিধা আর সংযোগের সূক্ষ্ম গল্প বলার মাধ্যমে নির্মাতা মুস্তাফি শিমুল তার ফিকশন জগতে রেখেছেন এক দৃঢ় পদচিহ্ন।

দীর্ঘদিনের বিজ্ঞাপন নির্মাণের অভিজ্ঞতা নিয়ে শিমুল এবার ক্যামেরার পেছনে দাঁড়িয়েছেন এক সম্পূর্ণ গল্প নিয়ে। তার ভাষায়, “রোমান্টিক গল্প বলার প্রতি আমার আলাদা দুর্বলতা আছে। যখন ওটিটির জন্য কাজ করছিলাম, তখনই ‘নাচ-টাচ’ এর চিত্রনাট্য হাতে আসে। পড়েই ভালোবেসে ফেলি। এটা আমাদের টিমের জন্য এক দারুণ যাত্রা ছিল।”

চলচ্চিত্রের কাহিনি আবর্তিত হয়েছে শহরের এক মধ্যবিত্ত পরিবারের গায়েহলুদের আয়োজনে। এখানে দেখা মেলে দুই ভিন্ন বাস্তবতা থেকে আসা তরুণ-তরুণীর—রোহান ও নওমি—যারা একসঙ্গে নাচের প্রস্তুতির ফাঁকে ধীরে ধীরে জড়িয়ে পড়ে এক অনুভূতির জটিল খেলায়। শহুরে টানাপোড়েনের আবহে তাদের দ্বিধা, আকর্ষণ ও দূরত্বের গল্প যেন জীবনেরই আরেক নাম।

রোহান চরিত্রে সাদ নাওভি সাবলীল অভিনয়ে ফুটিয়ে তুলেছেন এক আত্মমগ্ন, দ্বিধাগ্রস্ত তরুণের জটিল অনুভূতি। আর নওমি চরিত্রে সুমনা ইয়াসমিন দেখিয়েছেন মুগ্ধতা জাগানো পরিপক্বতা ও আত্মবিশ্বাস। তাদের রসায়ন দর্শকদের মনে জায়গা করে নিয়েছে খুব দ্রুত।

চলচ্চিত্রটির ভিজ্যুয়াল টোন, সংলাপের স্বাভাবিকতা ও আবহসঙ্গীত একত্রে নির্মাণ করেছে এক আন্তরিক ও জীবন্ত শহুরে আবহ। বিশেষ করে গায়েহলুদের প্রাণবন্ত মুহূর্তগুলো, নাচের দৃশ্য এবং বন্ধুত্বের নিপুণ চিত্রায়ণ দর্শকদের আবেগে নাড়া দিয়েছে।

‘নাচ-টাচ’ প্রযোজনা করেছে ক্লোজআপ এর ব্যানারে এডকম লিমিটেড, প্রোডাকশন পার্টনার ডাবল ওয়ান ফিল্মস। বিজ্ঞাপনজগতের অভিজ্ঞ নির্মাতা ও প্রযোজকদের জন্য এটি ছিল নতুন ধারার এক রূপায়ণ।

মুক্তির মাত্র চার দিনের মধ্যেই ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যমে মিলিয়নের বেশি ভিউ অতিক্রম করেছে ‘নাচ-টাচ’। দুই সপ্তাহে শুধু ইউটিউবে নাটকটির ভিউ হয়েছে ছয় মিলিয়নেরও বেশি। তরুণ নির্মাতা ও অভিনয়শিল্পীদের প্রতি দর্শকের এমন আগ্রহ প্রমাণ করে—সমকালীন ও সম্পর্কভিত্তিক গল্প বলার নতুন ধারা দর্শকমহলে জায়গা করে নিচ্ছে।

ঢাকা এক্সপ্রেস/ এমআরএইচ

আরও পড়ুন